দেলদুয়ারে বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের শীতবস্ত্র বিতরণ

Spread the love

টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার বিকেলে দেলদুয়ার সদর ইউনিয়নের বারখিয়া নতুন বাজারে বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উদ্যোগে এ শীতবস্ত্র বিতরণ করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র যুগ্ম- সাধারণ সম্পাদক বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের সভাপতি রিপন মিয়া।
বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের উপদেষ্টা আবু তাহের তালুকদার বাবলুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিআরডিবির চেয়ারম্যান অপু তালুকদার শিপলু, বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের সহ সভাপতি সহিদুর রহমান সহিদ, ইউপি সদস্য হাবিবুর রহমান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বারপাখিয়া তরুণ প্রজন্ম সংগঠনের সহ সভাপতি সেলিম মিয়া।

পরে অসহায় দরিদ্র ও মসজিদের ইমাদের ও মুয়াজ্জিনদের মধ্যে ৩ শতাধিক কম্বল বিতরণ করা হয়েছে।