স্টাফ রিপোর্টার :
টাঙ্গাইলের দেলদুয়ারে শাশুড়ির সামনেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছে মিনজু মিয়া নামের এক ব্যক্তি। পরে তাকে আটক করে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে উপজেলার ডুবাইল ইউনিয়নের কোপাখী গ্রামে ঘটনাটি ঘটে।
নিহত নারীর নাম সুমিতা (৩৮)। তিনি মির্জাপুর উপজেলার পাকুল্যা গ্রামের মৃত সমেজ উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, মিনজু মিয়া শ্বশুড় বাড়ির ওয়ারিশ সম্পত্তি এনে দেওয়ার জন্য স্ত্রীকে চাপ দেন। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। এরই জেরে কয়েকদিন আগে স্ত্রীকে মারধর করে বাড়ি থেকে তাড়িয়ে দেন মিনজু মিয়া।
পরে সুমিতা বোনের বাড়ি মির্জাপুর উপজেলা মহেড়া গ্রামে আশ্রয় নেন। শনিবার ভগ্নীপতি আমির হোসেনের মাধ্যমে মোবাইলে স্ত্রীকে বাড়িতে আসতে বলেন মিনজু। সুমিতা তার বোন ববিতা ও তার মা হালিমাকে সঙ্গে নিয়ে শনিবার স্বামীর বাড়ি আসেন।
পরে ওইদিন দিবাগত রাত ২টার দিকে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী মিনজু মিয়া গাছ কাটায় ব্যবহৃত ধারালো অস্ত্র দিয়ে কোপাতে শুরু করেন স্ত্রী সুমিতাকে। এতে ঘটনাস্থলেই সুমিতার মৃত্যু হয়। পরে আশপাশের লোকজন মিনজুকে আটক করে।
সুমিতার মা হালিমা বেগম জানান, মেয়েকে আমার সামনেই হত্যা করেছে মিনজু। আমার মেয়ের চিৎকার করলেও কেউ এগিয়ে আসেনি। ওয়ারিশের সামান্য কিছু টাকার জন্য মিনজু আমার মেয়েকে হত্যা করেছে।
দেলদুয়ার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দিন মৃধা জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘাতক স্বামীকে আটক করা হয়েছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
যুগধারা ডট টিভি/অন্তু