দেলদুয়ারে সীমানা বিরোধে পা ভাঙলো নিরপেক্ষ গ্রাম পুলিশের

Spread the love

দেলদুয়ার প্রতিনিধি ঃ টাঙ্গাইলের দেলদুয়ারে সীমানা পরিমাপ নিয়ে সৃষ্ট বিরোধে পিটিয়ে গ্রাম পুলিশের পা ভেঙে দেয়া হয়েছে। সোমবার উপজেলার এলাসিন ইউনিয়নের মুশুড়িয়া গ্রামে ঘটেছে ঘটনাটি। এ ঘটনায় মঙ্গলবার রাতে দেলদুয়ার থানায় মামলা হয়েছে।

মামলা সূত্রে জানা যায়,  মুশুড়িয়া গ্রামের মৃত আলাল উদ্দিনের ছেলে মো. মজিবর রহমানের সঙ্গে প্রতিবেশি মৃত মেছের সরকারের ছেলে জয়নাল আবেদিন, আবুল ও সুমনের বাড়ীর জমির সীমানা নিয়ে বিরোধ চলছিলো। সোমবার মজিবুর রহমানের আবেদনের প্রেক্ষিতে বিরোধপূর্ণ ওই জমিতে পরিমাপের জন্য এলাসিন ইউপি চেয়াম্যান মানিক রতন,  ইউনিয়ন পরিষদের নিযুক্ত সার্ভেয়ার, গ্রাম পুলিশ ও স্থানীয় ইউপি সদস্য আওলাদ হোসেন সহ ও স্থানীয় স্থানীয় গণ্যমানরা বিরোধ মীমাংসার জন্য মুশুরিয়া গ্রামে শালিসি বৈঠকে বসে। পরে পরিমাপের সময় ফিতা ধরা নিয়ে উভয় পক্ষের মধ্যে বাকবিতণ্ডা  হয় তারা উভয় পক্ষই অশালিন ভাষায় গাল দিতে থাকে। গ্রাম পুলিশ রঞ্জু তাদের বাঁধা দেয়ার চেষ্টা করলে জয়নাল আবেদিন ও তার ভাই আবুল এবং সুমন রঞ্জুকে কিল, ঘুষি ও বাঁশের লাঠি দিয়ে পিটায়। এতে তার ডান পা ভেঙে যায়। ইউপি সদস্য আওলাদ হোসেনের সহায়তায় প্রথমে তাকে দেলদুয়ার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। 

৪ নং ওয়ার্ড ইউপি সদস্য আওলাদ হোসেন বলেন, গ্রাম পুলিশ রঞ্জু মিয়ার পা ভাঙ্গার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। 

এলাসিন ইউপি চেয়ারম্যান মানিক রতন বলেন, ঘটনার সময় আমি একটু দুরে ছিলাম। বাঁশের লাঠি দিয়ে পিটানো হয়েছে কিনা জানিনা। তবে উভয় পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্য বিনিময় ও ধাক্কা-ধাক্কি হয়েছে। 

দেলদুয়ার থানা অফিসার ইনচার্জ মো. নাছির উদ্দিন মৃধা বলেন, মামলার কপি এখনও আমি হাতে পাইনি। পেলে মামলা নথিভূক্ত করা হবে।