নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসান এমপি বলেছেন, শেখ হাসিনা দেশের সব অর্জন ও উন্নয়নের শেষ ঠিকানা। শেখ হাসিনার দৃঢ় সাহসীকতার কারনে নিজস্ব অর্থায়নে পদ্মাসেতু বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। বিশ্বের বুকে বাংলাদেশের মর্যাদা বাড়িয়েছে। উন্নত বাংলাদেশ ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য দেশ গড়তে কাজ করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বিকল্প নেই। দেশের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিতে মাননীয় প্রধানমন্ত্রী দিনরাত কাজ করে চলেছেন।
দুপুরে জামালপুরের সরিষাবাড়ীতে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ হতে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ত্রান সামগ্রী বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। এসময় রঘুনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ২৫০ টি পরিবারের মাঝে এই ত্রান সামগ্রী বিতরণ করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার উপমা ফারিসার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও সাবেক তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান এমপি। বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ মুহাব্বত কবীর, মহাদান ইউপি চেয়ারম্যান আনিছুর রহমান জুয়েল, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম ভিপি, পৌর কাউন্সিলর সাখাওয়াত আলম মুকুলসহ স্থানীয় নেতাকর্মীরা বক্তব্য রাখেন।