যুগধারা ডেস্ক :
দেশে গত ২৪ ঘণ্টায় আরো আটজনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এই সময়ে এই ভাইরাসে আক্রান্ত কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি।
সোমবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতর জানায়, গত একদিনে ১ হাজার ১৯৪টি নমুনা পরীক্ষা করে নতুন আটজন করোনা রোগী শনাক্ত হয়। দৈনিক শনাক্তের হার শূন্য দশমিক ৬৭ শতাংশ।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ২০ লাখ ৩৮ হাজার ১২৪ জন। মৃতের মোট সংখ্যা আগের মতোই ২৯ হাজার ৪৪৬ জন রয়েছে।
এ দিকে একই সময়ে পাঁচজন করোনা রোগী সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদফতর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২০ লাখ ৫ হাজার ৫৯১ জন।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় শনাক্ত রোগীর সবাই ঢাকা মহানগরের বাসিন্দা। দেশের আর কোথাও একদিনে নতুন করে কারো সংক্রমণের তথ্য মেলেনি।
যুগধারা ডট টিভি/অন্তু