স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ একদিকে উন্নয়নের ধারায় অগ্রসর হচ্ছে অন্যদিকে দেশের প্রতি বৈষম্য এবং দূর্নীতি চরমভাবে বৃদ্ধি পেয়েছে। দেশে সা¤প্রদায়িক ও মৌলবাদি শক্তি আক্রমনের মাত্রা ছাড়িয়েছে। সাম্প্রতিক সময়ে দেশের শিক্ষাব্যবস্থাকে কেন্দ্র করে জামায়াতসহ দেশের রাজনৈতিক দলগুলো মাঠে নেমেছে।
শনিবার (৪ ফেব্রæয়ারি ) বিকেলে টাঙ্গাইল প্রেসক্লাব বঙ্গবন্ধু মিলনায়তনে আয়োজিত বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির ৫০ বছর পূর্তি উপলক্ষে সূবর্ণ জয়ন্তীর আলোচনা সভায় বক্তব্যে দেয়ার আগে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
রাশেদ খান মেনন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন হলেও এর ফলাফল জনগন পাচ্ছে না।
তিনি আরো বলেন, সংসদ ভবনে প্রধানমন্ত্রী আমাদেরকে বিরোধী দলে বসার জন্য প্রস্তাব দিয়েছিলেন। তখন তাকে বলেছিলাম, আমরা একটি প্লার্টফর্মে নির্বাচন করেছিলাম। একটা বক্তব্য দিয়ে এখানে বিরোধীদলে বসার কোন জায়গা নেই। আমরা এখনও ১৪ দল জোটে আছি। আগামীতে জোটবদ্ধ হয়েই নির্বাচন করার আশা করি।
বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি টাঙ্গাইল শাখার জেলা সভাপতি কমরেড গোলাম নওজব পাওয়ার চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন- কমরেড আনিসুর রহমান মল্লিক, মো. আজাদ খান ভাসানী, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারন সম্পাদক মাহমুদুল হাসান পিপলু প্রমুখ।