ধনবাড়ীতে আহত সুজনের বাড়িতে গিয়ে খোঁজ নিলেন গণ অধিকার পরিষদের নেতারা

Spread the love

বিশেষ প্রতিনিধি:

বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত হন  ধনবাড়ী উপজেলা শাখার ছাত্র অধিকার পরিষদের সভাপতি সুজন মিয়া। শুক্রবার দুপুরে উপজেলার বলিভদ্র ইউনিয়নের ইসপিনজারপুর গ্রামের আহত সুজনের বাড়িতে গিয়ে খোঁজ খবর নিলেন গণ অধিকার পরিষদের নেতারা।

কেন্দ্রীয় আইনজীবী অধিকার পরিষদের সদস্য এডভোকেট সুজন আহমেদ বলেন, ক্ষতিপূরণ দেওয়া সম্ভব না হলেও দলের পক্ষ থেকে যেভাবে পাশে দাঁড়ানো সম্ভব আমরা সেভাবে দাঁড়ানোর চেষ্টা করবো, আমাদের সহযোদ্ধার মনোবল না হারায় সেদিকে লক্ষে রেখে।

টাঙ্গাইল জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী বলেন, ছাত্রদের হাতেগড়া অন্তর্বর্তীকালীন সরকার যেন বিবিএ শেষ করা মেধাবী ছাত্রনেতা সুজনকে তার যোগ্যতানুসারে ভালো একটা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে পুনরায় পরিবারের হাল ধরার সুযোগ করে দেয়া হয়। এজন্য আমরা সাধারণ শিক্ষার্থীরা বিষয় গুলো নিয়ে সকলের সাথেই যোগাযোগের চেষ্টা করছি।

আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আইনজীবী অধিকার পরিষদের সদস্য এডভোকেট সুজন আহমেদ, টাঙ্গাইল জেলা গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক শামসুল হক সুজন, সদস্য সচিব শামীমুর রহমান সাগর, জেলা ছাত্র অধিকার পরিষদের সাধারণ সম্পাদক নবাব আলী, গণ অধিকার পরিষদ বাসাইল উপজেলা শাখার সদস্য সচিব কামরুজ্জামান, ধনবাড়ী উপজেলা শাখার যুব অধিকার পরিষদের আহবায়ক সাকিব শাকিল প্রমুখ।