ধনবাড়ীতে শিলাবৃষ্টিতে পাকা ধানের ব্যাপক ক্ষতি, দিশেহারা কৃষক

Spread the love
ধনবাড়ী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে শিলাবৃষ্টিতে আমন ধানের ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এতে দিশেহারা হয়ে পড়েছে কৃষকরা। গতকাল মঙ্গলবার (৫ অক্টোবর) রাত প্রায় ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত উপজেলা দরিচন্দবাড়ী, কেন্দুয়া, মুসুদ্দি, পাইস্কা, নল্যা, বলিভদ্র, প্যারিআটা, ভাইঘাটসহ উপজেলার বিভিন্ন এলাকায় টানা প্রায় দেড় ঘণ্টার উপরে অতি ভারি শিলাবৃষ্টি হয়। আমন ধান ছাড়াও বিভিন্ন ধরণের শাক-সবজি নষ্ট হয়েছে।
বুধবার (৬ অক্টোবর) সকালে উপজেলার দরিচন্দবাড়ী, কেন্দুয়া, বলিভদ্রসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে ঘু্রে দেখা গেছে- বেশি ভাগই জমির ধান আধা। গত মঙ্গলবার রাতে অসময়ে হঠাৎ শিলাবৃষ্টির কারণে জমির পাকা ও আধাপাকা ধান মাটিতে নুয়ে পড়েছে এবং ধানের অসংখ্য জমির ধানের শীষগুলোতে শিলাবৃষ্টি পড়ে ক্ষতি হয়েছে। এসব দেখে কৃষকরা দিশেহারা হয়েছে পড়েছেন।
উপজেলার দরিচন্দবাড়ী গ্রামের কৃষক ওয়াহেজ আলী, আমজাদ হোসেন ও বন্দচরপাড়া গ্রামের কৃষক কামরুল হাসান পলাশ বলেন- শিলাবৃষ্টির কারণে আমাদের জমির আধাপাকা ধান মাটিয়ে নুয়ে পড়ে ব্যাপক ক্ষতি হয়েছে। এমনিতেই কয়েক বছর ধরে ধান চাষে লোকসান। তারমধ্যে শিলাবৃষ্টি। যা ধান পেতাম তার অর্ধেকও ধানও এবার ঘরে উঠাতে পারব না। অনেক ক্ষতিগ্রস্ত হলাম।
এ ব্যাপারে ধনবাড়ী উপজেলা কৃষি অফিসার মাসুদুর রহমান বলেন, গত মঙ্গলবার রাতে ব্যাপক শিলাবৃষ্টির কারণে উপজেলার ৭ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভার মধ্যে ৪ টি ইউনিয়নে বেশি পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে। এতে করে অনেক কৃষকের আধাপাকা ধান ও ফসলের ক্ষতি হয়। এনিয়ে মাঠ পর্যায়ের উপ-সহকারী কৃষি কর্মকর্তারা পরিদর্শন করে ক্ষয়-ক্ষতির পরিমাণ তালিকা করছে এবং কৃষকদের বিভিন্ন পরামর্শ প্রদান করছেন।
ক্যাপশন:
শিলাবৃষ্টির কারণে আধাপাকা ধানের ব্যাপক ক্ষতি ও মাটিতে নুয়ে পড়ে। ছবিটি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার দরিচন্দবাড়ী এলাকা থেকে