ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির নির্বাচনে মনোনয়ন ফরম দাখিল

Spread the love

জাহাঙ্গীর আলম:

টাঙ্গাইল সদর উপজেলার বাঘিল ইউনিয়নের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজে নির্বাচন কমিশনার ঘোষিত তফসীল অনুযায়ী বিদ্যালয় পরিচালনা পর্ষদের (গভর্নিং বডি) অভিভাবক প্রতিনিধি, সংরক্ষিত মহিলা প্রতিনিধি ও শিক্ষক প্রতিনিধি নির্বাচন আগামী ৭ এপ্রিল অনুষ্ঠিত হবে। তারই ধারাবাহিকতায় বিশিষ্ট সমাজ সেবক বাবুল আহম্মেদ স্কুল শাখার অভিভাবক সদস্য পদে মনোনয়ন ফরম দাখিল করেছেন।
২১ মার্চ (বৃহস্পতিবার) দুপুরে এলাকার প্রায় শতাধিক অভিভাবকদের সাথে নিয়ে ধরেরবাড়ী মুসলিম হাই স্কুল এন্ড কলেজে তিনি এ মনোনয়ন ফরম জমা দেন।
এসময় অভিভাবক সদস্য প্রার্থী বাবুল আহম্মেদ বলেন, আমাদের দাবি একটি অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হোক। ভোটাররা শান্তিপূর্ণভাবে যাতে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে। তিনি আরও বলেন, আমি অভিভাবক সদস্য পদে নির্বাচিত হলে বিদ্যালয়ের উন্নয়ন ও এলাকার শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নয়নে সচেষ্ট ভূমিকা পালন করব ইনশাআল্লাহ।