নাগরপুরে আ.লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

Spread the love

নাগরপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

যথাযোগ্য মর্যাদায় আজ মঙ্গলবার (৭ মার্চ) সকালে প্রথমে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে দলীয় কার্যালয়ে নাগরপুর উপজেলা আওয়ামী লীগ সহ সভাপতি মোঃ মতিয়ার রহমান মতির সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ কুদরত আলীর সঞ্চালনায় ঐতিহাসিক ৭ই মার্চের তাৎপর্য  আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টাঙ্গাইল জেলা আওয়ামী লীগ সাবেক সদস্য ও নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য তারেক শামস খান হিমু বলেন,”নাগরপুর-দেলদুয়ার এর মাননীয় সংসদ সদস্য কে উদ্দেশ্য করে” আপনি আল্লাহ উপর আস্থা রাখুন, দলের উপর আস্থা রাখুন এখনো সময় আছে আপনি দলের নেতাকর্মীদের সাথে নিয়ে ঐক্য হয়ে কাজ করুন। আপনার বর্তমান এক্টিভিটিস দেখে মনে হচ্ছে আপনি জননেত্রীর উপর আস্থা রাখতে পারছেন না কিন্তুু জননেত্রী আপনার উপর আস্থা রাখছেন।

তিনি আরও বলেন আপনি মনে হয় আওয়ামী লীগ এর মনোয়ন এর জন্য দোড়াচ্ছেন না আপনি দোড়াচ্ছেন বিএনপি জমাতের মনোয়ন পাওয়ার জন্য।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ নাজমুল হক তপন, প্রচার ও প্রকাশনা সম্পাদক খালিদ হোসেন, যুব ও ক্রীড়া সম্পাদক ভিপি জহুরুল আমিন, সাংস্কৃতিক সম্পাদক দেলোয়ার আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক রওশনারা বেগম,মামুদনগর ইউপি চেয়ারম্যান মো.জজ কামাল, সম্মানিত সদস্য মো.শহিদুল হক কিরণ, নাগরপুর সদর ইউনিয়ন আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক মো.নাজিম উদ্দিন, জাতীয় সাংবাদিক সংস্থা নাগরপুর ইউনিট সভাপতি এস এম আনোয়ার হোসেন, সহ সভাপতি মো.কামরুল ইসলাম কোহিনুর, সাধারন সম্পাদক মো.আজিজুর হক বাবু, যুগ্ম সাধারন সম্পাদক কাজী মোস্তফা রুমি, সাংগঠনিক সম্পাদক মেহেদী ইসলাম সজিব, সম্মানিত সদস্য ডা.এম.এ.মান্নান।

এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষকলীগ এর বিভিন্ন পর্যায়ের নেত্ববৃন্দ।