নাগরপুরে ঈদ উপলক্ষে যানজট মুক্ত রাখতে কুদরত আলীর বিশেষ পদক্ষেপ

Spread the love

নাগরপুর প্রতিনিধি :

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে নাগরপুর বাজারের বেচাকেনা বেশ জমজমাট হয়ে দাঁড়িয়েছে। পাশাপাশি অতিরিক্ত জনগণের চাপে নাগরপুরে বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে যানজট দেখা দিয়েছে। যার ফলে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কেনাকাটায় সাধারণ মানুষ ব্যাপক সমস্যার সম্মুখীন হওয়ায় যানজট নিরসনে বিশেষ উদ্যোগ নিলেন নাগরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং নাগরপুর সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কুদরত আলী।

এরই ধারাবাহিকতায় গতকাল সোমবার সন্ধ্যায় তার নিজ বাসভবনে নাগরপুর রিক্সা ও ইজিবাইক সমিতির নেতৃবৃন্দদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় করেছেন।

এ সময় নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক সমিতির সভাপতি এস.এম. আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক মো.শাহআলম মিয়া, কার্যকরী সভাপতি মো.আব্দুস সালাম, রোড সম্পাদক মো.মনজু মিয়া, মো.নুরুজ্জামান খানসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও সদস্যগণ উপস্থিত ছিলেন।

এ সময় যানজট নিরসনে মাঠে কাজ করবেন ১৫ জন সদস্যকে বিশেষ টি-শার্ট প্রদান করা হয়। এ সময় চেয়ারম্যান মো.কুদরত আলী গণমাধ্যমকে জানান প্রতিটি ঈদকে কেন্দ্র করে নাগরপুর বাজারে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।

তাই এবার পূর্ব থেকেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি নাগরপুর বাজারকে সম্পূর্ণ যানজট মুক্ত রাখতে। যার পরিপ্রেক্ষিতে আজকে নাগরপুর উপজেলা রিক্সা ও ইজিবাইক সমিতির সাথে আমাদের গুরুত্বপূর্ণ আলোচনা ও বিভিন্ন ধরনের সিদ্ধান্ত হয়েছে এবং মঙ্গলবার হতেই বাস্তবায়ন হবে ইনশাআল্লাহ্।

যুগধারা ডট টিভি/অন্তু