নাগরপুরে জেলা প্রশাসকের মতবিনিময় সভা ও শীতবস্ত্র বিতরণ

Spread the love

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
টাঙ্গাইল জেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে যোগদানকৃত জসীম উদ্দীন হায়দার নাগরপুর উপজেলায় প্রথম সফর করেছেন এবং তিনি বিভিন্ন কর্মসূচীর অংশ হিসেবে বুধবার (১১ জানুয়ারি) উপজেলা পরিষদ মিলনায়তনে বীর মুক্তিযোদ্ধা, স্থানীয় জনপ্রতিনিধি ও সরকারি কর্মকর্তা-কর্মচারী সহ স্থানীয় সুশীল সমাজের জনগণের সাথে মতবিনিময় সভা করেছেন। এছাড়াও অসচ্ছল আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীদের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা সহ ভিডব্লিউবি কার্ড প্রদান, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে শিক্ষা সমাবেশ করেছেন তিনি। দিনের অন্যান্য কর্মসূচীতে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বাসভবন ও আনসার সদস্যদের আবাসন ভবন নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন ও উপজেলা ভূমি অফিস রেকর্ড রুম বর্ধিতকরণ ও সুসজ্জিতকরণ কাজের উদ্বোধন করা হয়।

এতে উপস্থিত ছিলেন, নাগরপুর উপজেলা চেয়ারম্যান আব্দুস ছামাদ দুলাল, ভাইস চেয়ারম্যান মো: হুমায়ুন কবির, মহিলা ভাইস চেয়ারম্যান সামিনা বেগম শিপ্রা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: ইকবাল হোসেন, থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: সাজ্জাদ হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী মাহবুবুর রহমান, সদর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো: কুদরত আলী, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মো: সুজায়েত হোসেন, বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ার ছানা সহ অন্যান্য ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বৃন্দ, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষক-শিক্ষার্থী বৃন্দরা।