নাগরপুরে দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু

Spread the love

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা পরিষদ প্রাঙ্গনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে ডিজিটাল উদ্ভাবনী মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৮ নভেম্বর) সকালে এ মেলার উদ্বোধন শেষে এক বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও মেলার স্টল পরিদর্শন করেন উপজেলা প্রশাসন সহ অন্যান্য অতিথি বৃন্দরা। নাগরপুর উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি উপস্থিত ছিলেন টাঙ্গাইল ৬ (নাগরপুর -দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।উক্ত মেলায় সরকারি-বেসরকারি দপ্তর, নাগরপুর প্রেসক্লাব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণে নাগরিক বান্ধব ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থার পাশাপাশি সেবা প্রদান প্রক্রিয়া অবহিতকরণ, উন্নয়ন ও সেবা সম্পর্কে নাগরিকদের মতামত গ্রহণের ব্যবস্থা রাখা হয়। এ মেলায় স্থানীয় উদ্ভাবনসমূহ প্রদর্শনের ব্যবস্থা করা হয়। উল্লেখিত, মেলায় ৩০টি স্টলে উপজেলা পর্যায়ের সকল শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসা’কে সংযুক্ত করে উদ্ভাবনী অলিম্পিয়াড আয়োজন করা হয়। এছাড়াও বিকেলে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে মেলা শেষ হবে বলে জানা গেছে।