নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় অসময়ের নদী ভাঙন ঠেকাতে পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি বরাবর চিঠি আবেদন করে দ্রুত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ গ্রহণে কাজ করায় সংশ্লিষ্ট এলাকাবাসীর প্রশংসায় ভাসছে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটি’র সদস্য অ্যাডভোকেট তারানা হালিম।
মঙ্গলবার (৯ মে) সকালে উপজেলার ধুবড়িয়া ইউনিয়নের যমুনা নদী সংলগ্ন বলারামপুর ভাঙন এলাকায় সরেজমিনে পরিদর্শনে গিয়ে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রতিমন্ত্রী বরাবর চিঠি সংক্রান্ত তথ্যচিত্র জনসম্মুখে তুলে ধরেন তিনি।
এতে তিনি আপাতত অস্থায়ী ও পরবর্তীতে স্থায়ী বাঁধ নির্মাণ প্রসঙ্গে দ্রুত পদক্ষেপ নেওয়ার তাগিদ দিয়েছেন এবং সেটি বাস্তবায়নের জন্য পানি সম্পদ প্রতিমন্ত্রী দ্রুত এলাকা পরিদর্শনে আসবে বলে তার বক্তব্যে জানানো হয়।
নাগরপুর অঞ্চলের যমুনা ও ধলেশ্বরী নদী সংলগ্ন প্রায় ১২ কি.মি এলাকায় বাঁধ নির্মাণ জরুরী জানিয়ে সাবেক প্রতিমন্ত্রী এড. তারানা হালিম বলেন, চৌহালী বিনানই, ভূতের মোড়, বলারামপুর হয়ে দপ্তিয়র ইউনিয়নের পাইকাইল শেষ সীমানা, বাগকাটারি, নিশ্চিন্তপুর পর্যন্ত প্রায় ১০ কি.মি ও মোকনা ইউনিয়নের কেদারপুর এলাকায় প্রায় ২ কি.মি নদী ভাঙনের কবলে রয়েছে যেখানে বাঁধ নির্মাণ জরুরী।
আমি পানি সম্পদ প্রতিমন্ত্রী বরাবর লিখিত আবেদন করেছি এবং তিনি আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আগামী ৭ দিনের মধ্যে নদীর ভাঙন রোধে অস্থায়ী ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে এবং এই মাসের শেষে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ভাঙন রোধে স্থায়ী পদক্ষেপ নেওয়া হবে।
যুগধারা ডট টিভি/অন্তু