নাগরপুরে নবাগত ইউএনওর সাথে শিক্ষকদের শুভেচ্ছা

Spread the love

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : আরাফাত মোহাম্মদ নোমান টাঙ্গাইলের নাগরপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসেবে মঙ্গলবার যোগদান করেন।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে নব্যযোগদানকারী উপজেলা নির্বাহী অফিসারের সাথে শিক্ষকদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকগণ সম্মিলিতভাবে নবাগত ইউএনও আরাফাত মোহাম্মদ নোমানকে ফুল দিয়ে বরণ করে নেন।

এসময় মো. আনোয়ার হোসেন, মো. শরিফ উদ্দিন, মো. শওকত আলী, মো. আনোয়ার হোসেন, লাল মাহমুদ বক্্র, মো. রফিকুল ইসলাম, মাহমুদুল হাসান, মো. মিজানুর রহমান, মোহাম্মদ আলী, পারভীন আক্তার, নাসিমা আক্তার সুবর্ণা, মো. সোহেল রানা, মো. গোলাম মোস্তফা, কাজী আব্দুল আওয়াল, মো. মনির হোসেন, মো. মাজহারুল ইসলাম, বিনত বাবু, মো. ফরহাদ হোসেন, মো. আব্দুল মান্নান, মো. হাবিবুর রহমানসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকগণ উপস্থিত ছিলেন।