নাগরপুরে প্রতিবেদন প্রকাশের ২৪ ঘন্টার মধ্যে বৈদ্যুতিক খুঁটি পুন:স্থাপন

Spread the love

নাগরপুর প্রতিনিধি ঃ টাঙ্গাইলের নাগরপুরে আলোকদিয়া-নাগদা এলাকার সড়কের পাশে সরিষা ক্ষেতে প্রায় ৩ মাস যাবৎ ঝুকিপূর্ণ অবস্থায় পড়ে থাকা একটি বৈদ্যুতিক খুঁটি পুন:স্থাপন করেছে নাগরপুর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস। গত শুক্রবার (৩০ ডিসেম্বর) তারিখে “নাগরপুরে সরিষা ক্ষেতে বৈদ্যুতিক খুঁটি, দুর্ঘটনা আতঙ্কে গ্রামবাসী ” শিরোনামে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি গুরুত্ব আরোপ করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে সংশ্লিষ্ট অফিসে নির্দেশ টাঙ্গাইল ৬ (দেলদুয়ার-নাগরপুর) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু এমপি। এতে ২৪ ঘন্টার মধ্যে বৈদ্যুতিক খুঁটি পুন:স্থাপন করা হয়। সংশ্লিষ্ট জমির মালিক আতাউর রহমান বলেন, আমার জমিতে ঝুকিপূর্ণ অবস্থায় বৈদ্যুতিক খুঁটি পড়ে ছিলো। সংবাদ প্রকাশের পর দ্রুত খুঁটি পুন:স্থাপন করা হয়েছে। এর জন্য আমাদের এমপি মহোদয়কে বিশেষ ধন্যবাদ জানাচ্ছি। টাঙ্গাইল পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন নাগরপুর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) ইঞ্জিনিয়ার মেশবাহুল হক মুঠোফোনে জানায়, বৈদ্যুতিক খুঁটি পুন:স্থাপন বিষয়ে অভিযোগ পেয়েছি এবং মাননীয় এমপি টিটু মহোদয়ের নির্দেশনায় আমরা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বৈদ্যুতিক খুঁটি পুন:স্থাপন করেছি।