নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের নাগরপুরে তিনটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বিদ্যালয় গুলি উপজেলার ভাদ্রা ইউনিয়নের সেওরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়, সিংদাইর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও আটিয়া উলাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়।
গতকাল রবিবার (৪মার্চ) দিনব্যাপী প্রাথমিক বিদ্যালয় এ উদ্বোধনের আয়োজন করে।
অনুষ্টানে উপজেলা ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর, উপজেলা প্রাথমিক সহকারি শিক্ষা অফিসার মো. আব্দুল মজিদ মিয়া, ভাদ্রা ইউপি চেয়ারম্যান মো.শওকত হোসেনসহ প্রতিটি বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকা, ছাত্র-ছাত্রী ও অভিবাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন ।
এ ছাড়া গয়হাটা উদয়তারা উচ্চ বিদ্যালয় ও সিংদাইর উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন এমপি টিটু।
যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়