নাগরপুরে বঙ্গবন্ধুর জুলিও কুরি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠিত

Spread the love

নাগরপুর প্রতিনিধি :

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে রোববার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার ওয়াহিদুজ্জামান। ‘বঙ্গবন্ধু বাংলাদেশ ও জুলিও কুরি শান্তি পুরষ্কার’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের ন্যায্য অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন।

তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেন। কর্মের স্বীকৃতি হিসেবে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদান করে এবং এটি ছিলো বাংলাদেশের জন্যে প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি।

এ সময় প্রধান অতিথি হিসেবে ছিলেন, টাঙ্গাইল-৬ আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু আরও উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মোঃ ইকবাল হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃশাকিল আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহিনুর ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ হুমায়ুন কবীর, মহিলা ভাইস চেয়ারম্যান ছামিনা বেগম শিপ্রা সহ বিভিন্ন ইউনিয়ন চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা ও স্কুল কলেজের শিক্ষক শিক্ষার্থীবৃন্দ।

যুগধারা ডট টিভি/অন্তু