নাগরপুর প্রতিনিধিঃ নাগরপুরে মাদক,ইভটিজিং,বাল্য বিবাহ প্রতিরোধ মূলক বিট ভিত্তিক ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
রবিবার(০৪ ডিসেম্বর) বিকালে নাগরপুরের কবি নজরুল উচ্চ বিদ্যালয় মাঠে অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক মো.মাহফুজুর রহমান এর সভাপতিত্বে গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করেন ৩ নং বিট,নাগরপুরের বিট অফিসার এস আই মো.জাহাঙ্গীর আলম,সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মীর বাদশা,
অগ্নিবীণা আইডিয়াল কলেজ এর সভাপতি মীর মুশফিকুর রহমান শৈবালসহ অত্র বিট এরিয়ার গণ্যমাণ্য ব্যক্তিবর্গ।
৩ নং বিট, গয়হাটা,নাগরপুর এর আয়োজনে বিট ভিত্তিক ওপেন হাউজ ডেতে উপস্থিত ছিলেন,বিশিষ্ট রাজনৈতিকবর্গ,জনপ্রতিনিধি,শিক্ষক,সাংবাদিক,শিক্ষার্থীসহ বিভিন্ন পেশাজীবিগণ।