নাগরপুরে শহীদ শিক্ষা বৃত্তি পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

Spread the love

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি : শহীদ ক্যাডেট একাডেমী নাগরপুর শাখার উদ্যোগে বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৮ অক্টোবর) সকালে অত্র স্কুলের ক্যাম্পাসে আয়োজিত অনুষ্ঠানে শহীদ ক্যাডেট নাগরপুর শাখার ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আসাদুল্লাহ মিঞা শাহীন এর সভাপতিত্বে ও পরিচালক (প্রাথমিক) মো. সেতাব আলী মিঞার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- টাঙ্গাইল শহীদ একাডেমীর প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান মো. শহীদুল আলম শহীদ।

এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বনগ্রাম শহীদ মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুর রহমান এবং শহীদ একাডেমী চেয়ারম্যানের ব্যক্তিগত সচিব মো. আব্দুল বারিক খান।

উক্ত অনুষ্ঠানে শহীদ একাডেমী নাগরপুর শাখার সম্মানিত শিক্ষক-শিক্ষিকা মন্ডলী, শিক্ষার্থী ও অভিভাবকগণ উপস্থিত ছিলেন। এতে বৃত্তি প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের হাতে সনদ, গিফট মানি ও ক্রেস্ট প্রদান করা হয়।