নাগরপুর প্রতিনিধি ঃ টাংগাইলের নাগরপুরে মামুদনগর ইউনিয়ন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের কমিটিতে সভাপতি মুহাম্মদ সোহেল রানা এবং সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ (লিপু)সহ ৫১ সদস্য বিশিষ্ট ইউনিয়ন কমিটি ৬ মাসের জন্য অনুমোদন দিয়েছে নাগরপুর উপজেলা শাখা শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ। সোমবার(১৯ ডিসেম্বর)দুপুরে উপজেলার মামুদনগর ইউনিয়নের মামুদনগর উচ্চ বিদ্যালয় হল রুমে এক কর্মী সভার মাধ্যমে এই কমিটি গঠিত হয়।
শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নাগরপুর উপজেলা শাখার সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মোঃ সুমন আহমেদ এর সভাপতিত্বে এবং কাজী শাহাদত, টিটু আহমেদ ও পলাশ মিয়ার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ কেন্দ্রীয় কমিটি সদস্য ও টাঙ্গাইল জেলা কমিটির সাধারণ সম্পাদক মোঃ সাজিদ খান।
উক্ত অনুষ্ঠান উদ্বোধন করেন মামুদনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সন্তান শেখ শহীদুল ইসলাম বিপ্লব।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ নাগরপুর উপজেলা শাখার সভাপতি মুহাম্মদ জাকির সজীব এবং সাধারণ সম্পাদক মো. রিপন হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মামুদনগর ইউনিয়ন যুবলীগের আহবায়ক আরিফুল ইসলাম আরিফ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ রাসেল জাতীয়-শিশু কিশোর পরিষদ নাগরপুর শাখার সহ-সভাপতি আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক আবু বক্কর সিদ্দিকী হৃদয়, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক কাজী শাহাদত, চারু ও কারুকলা বিষয়ক সম্পাদক মো জামাল হোসাইন, সহ সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পলাশ পোদ্দার, সহ পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ আজাদ মিয়া প্রমূখ।