নাগরপুরে হুমকির মুখে সেতু, ভেঙে পড়ার আশংকা দুই ইউনিয়নের যাতায়াত ব্যবস্থা

Spread the love

নাগরপুর প্রতিনিধি :

টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সহবতপুর ইউনিয়নের মাইলজানি এলাকায় ব্যাপক ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেতু, যে কোনো সময় দুই ইউনিয়নের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়ার আশংকায় রয়েছে স্থানীয় এলাকার বাসিন্দারা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, প্রায় ৩০ ফুটের এই সেতুর এপ্রোচ সড়ক অর্ধেক ধসে গিয়েছে। যেখানে সাধারণ যানবাহন ঝুঁকি নিয়ে সেতু পারাপার হচ্ছে।

এ ছাড়াও সেতুর সাইড ওয়াল ভেঙে বিলীন হয়ে গেছে এবং সেতুর মূল ঢালাই ব্যাপক ক্ষতিগ্রস্ত অবস্থায় রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সূত্র মতে, গত ৪ বছর ধরে এভাবেই ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে সেতু। এই সেতু কেন্দ্রীক গত ৩ মাসে অন্তত ৫ টি দুর্ঘটনা ঘটেছে এবং সেতু সংস্কারে সংশ্লিষ্ট প্রশাসন কার্যত কোনো পদক্ষেপ নেয়নি বলে অভিযোগ উঠেছে।

স্থানীয় বাসিন্দা শিক্ষক মো: এমদাদ হোসেন বলেন, এই সেতু ব্যবহার করে দুই ইউনিয়নের যাতায়াত সাধিত হয়। সেতুর সাইড ওয়াল পুরোটা ভেঙে গেছে বিধায় সড়ক ধসে বিলীন হয়ে যাচ্ছে। যেকোনো সময় এখাবে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়বে। ইজিবাইক চালক আব্দুল সালাম জানায়, এই সেতু দিয়ে যাতায়াত করা ব্যাপক কষ্ট ও ঝুঁকিপূর্ণ। এখানে ইতিমধ্যে অনেক দুর্ঘটনা ঘটেছে। কেউ সেতু সংস্কারে এগিয়ে আসে নাই। আমাদের দাবী দ্রুত এই সেতু সংস্কার করা হোক।

সহবতপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তোফায়েল আহমেদ মোল্লা বলেন, আমি এর আগে সেতু সংস্কার করেছিলাম। সেতু উপর ঢালায় করা হয়েছিলো। অতিরিক্ত বৃষ্টিতে আবার ক্ষতিগ্রস্ত হয়েছে। বর্তমানে সেতুতে চলাচল ব্যাপক ঝুঁকিপূর্ণ। সংশ্লিষ্ট প্রশাসনকে জানানো হয়েছে। বরাদ্দ পেলেই সংস্কার কাজ করা হবে।

এ বিষয়ে নাগরপুর উপজেলা প্রকৌশলী মাহবুবুর রহমান এর মুঠোফোনে বলেন, সেতু সংস্কারের বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাকে জানানো হয়েছে। অতিদ্রুত সংস্কার কাজ করা হবে।

উল্লেখ্য, সহবতপুর বাজার থেকে এই সেতু ব্যবহার করে মাইলজানি-কাজির পাচুরিয়া হয়ে বাটরা-ভারড়া ইউনিয়ন যাতায়াত সম্ভব হয়। এ ছাড়াও গয়হাটা ইউনিয়নের সাথে যোগাযোগ স্থাপন করেছে এই সেতু।

যুগধারা ডট টিভি/অন্তু