নাগরপুর প্রতিনিধি :
টাঙ্গাইল জেলার নাগরপুর থানা বার্ষিক পরিদর্শন করেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার। ওই সময় পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানান সহকারী পুলিশ সুপার (মির্জাপুর সার্কেল) এস. এম. মনসুর মূসা ও নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেন।
এ সময় পুলিশ সুপার মহোদয়কে নাগরপুর থানা প্রাঙ্গণে থানা পুলিশের একটি চৌকষ পুলিশ টীম গার্ড অব অনার প্রদান করেন। পুলিশ সুপার নাগরপুর থানা এলাকার আইন-শৃঙ্খলা, স্বাভাবিক রাখতে পুলিশ সদস্যেদের দক্ষতা ও পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করার নির্দেশ প্রদান করেন।
তিনি থানায় কর্মরত পুলিশ সদস্যদের সমস্যা, অসুবিধার কথা শুনেন এবং বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণের আশ্বাস প্রদান করেন। পরবর্তীতে পুলিশ সুপার নাগরপুর থানার, অস্ত্রাগার, নারী, শিশু, বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর রেজিস্টার সহ বিভিন্ন রেজিস্টারপত্র পর্যালোচনা করেন এবং করণীয় বিভিন্ন বিষয়ে দিক-নির্দেশনা প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন, মির্জাপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এস. এম. মনসুর মূসা, নাগরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সাজ্জাদ হোসেনসহ থানায় কর্মরত অফিসার ও পুলিশ সদস্যগণ।