নাগরপুর সরকারি কলেজে নবীন বরণ

Spread the love

নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধিঃ

টাঙ্গাইলের নাগরপুর সরকারি কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থীদের সন্মানে নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নাগরপুর সরকারি কলেজ প্রাঙ্গণে এ নবীন বরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
নাগরপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. বেল্লাল হোসেনের সভাপতিত্বে ও নবীনবরণ অনুষ্ঠান পরিচালনা করেন সহকারি শিক্ষক মো. বুলবুল আহাম্মেদ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন, নাগরপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) আশরাফ উদ্দিন খান, সাবেক অধ্যক্ষ মো.শাহ্ আলম মিয়া, সাবেক উপাধ্যক্ষ রামেন্দ্র সুন্দর বোস, উপজেলা নিবার্হী অফিসার রেজা মো. গোলাম মাসুম প্রধান, সহকারি অধ্যাপক ও সম্পাদক শিক্ষক পরিষদ মো. মোস্তাফিজুর রহমান, নবীনবরণ অনুষ্ঠানের আহবায়ক মো. মুস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. হুমায়ুন কবীর প্রমুখ।
অনুষ্ঠানে সরকারি কলেজের শিক্ষার্থীসহ গণ্যমান্য ব্যাক্তি বর্গ উপস্থিত ছিলেন। এসময় নবীন ও প্রবীন ছাত্রীদের পদ চারণায় মুখরিত হয়ে উঠে কলেজ ক্যাম্পাস।