মুক্তার হাসান ঃ “নারী ও কন্যা নির্যাতন বন্ধ করি, নতুন সমাজ নির্মান করি” এই স্লোগানকে সামনে রেখে ২৫শে নভেম্বর থেকে ১০ ডিসেম্বর ২০২২পর্যন্ত আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ^ মানবাধিকার দিবস পালন উপলক্ষে টাঙ্গাইলে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখা।
এ উপলক্ষে শুক্রবার সকালে শহরের আকুর টাকুরপাড়া মহিলা পরিষদ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। মহিলা পরিষদ আয়োজিত এ সংবাদ সম্মেলনে পরিষদের সাবেক সভাপতি ও কার্যকরী সদস্য বেগম শামসুন নাহারের সভাপতিত্বে প্রধান আলোচক ছিলেন ভারপ্রাপ্ত সম্পাদক ও অর্থ সম্পাদক মালতী বসাক। বক্তব্য রাখেন আন্দোলন সম্পাদক ডলি সিদ্দিকী, সদস্য নুসরাত জাহান মিনা, সমাজ কল্যান সম্পাদক মঞ্জুলা সাঈদ প্রমূখ।
সম্মেলন সঞ্চালনা করেন বাংলাদেশ মহিলা পরিষদ টাঙ্গাইল জেলা শাখার সাংগঠনিক সম্পাদক রহিমা খাতুন রুবী। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নারী নির্যাতন বন্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে। নির্যাতন বন্ধে সকলকে সম্মিলিত ভাবে এগিয়ে আসতে হবে পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। তাহলেই নির্যাতন প্রতিরোধ করা সম্ভব হবে।