নাশকতা মামলায় ভূঞাপুর বিএনপি’র সাধারণ সম্পাদক সেলু আটক

Spread the love

স্টাফ রিপোর্টার ঃ ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে কেন্দ্র করে গোপান বৈঠক, ককটেল বিস্ফোরণ ও নাশকতার অভিযোগে পুলিশের দায়ের করা মামলায় আটক হয়েছেন টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান তালুকদার সেলু। সোমবার দুপুরে পৌর শহরের তার নিজ বাসার পাশ থেকে তিনি গ্রেফতার হন। এ বিষয়টি ভূঞাপুর থানার অফিসরা ইনচার্জ (ওসি) মুহাম্মদ ফরিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করেছেন। ওসি ফরিদুল ইসলাম জানান, নাশকতা মামলায় সেলিমুজ্জামান তালুকদার সেলুকে তার বাসার পাশ থেকে গ্রেফতার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে টাঙ্গাইল জেলহাজতে পাঠানো হয়েছে। এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা বলেন, আগামী ১০ ডিসেম্বর ঢাকায় বিএনপির সমাবেশকে বানচাল করতে পুলিশের গায়েবি ও মিথ্যা মামলায় সাধারণ সম্পাদক সেলু গ্রেফতার হয়েছে। এরআরগে আরও তিন নেতাকর্মীকে গ্রেফতার করে পুলিশ। এসব মামলার তীব্র নিন্দা জানাচ্ছি।

এর আগে বুধবার ৩০ নভেম্বর রাতে ভূঞাপুর পৌরসভার শিয়ালকোল বাজার মাছের টিনের সীড ঘরে রাতে বিএনপি গোপন বৈঠক ও ককটেল বিস্ফোরণের অভিযোগে ঘটনাস্থল থেকে এক কর্মীকে আটক করে। পরে ১ ডিসেম্বর ভূঞাপুর থানার উপ-পরিদশর্ক (এসআই) আব্দুস ছালাম বাদী হয়ে উপজেলার বিভিন্ন এলাকার বিএনপির ১৬ নেতাকর্মীসহ আরও অজ্ঞাত ৫০-৬০ জনের নামে মামলা দায়ের করে।