নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে কাভার্ডভ্যান, মা-মেয়ে নিহত

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে একটি বাড়িতে উঠে পরায় ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ের মৃত্যু হয়েছে।

এ ঘটনায় বাবা আহত হয়েছে। আহতবস্থায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

সোমবার (২৯ মে) দিবাগত রাত ২টার দিকে টাঙ্গাইল-জামালপুর আঞ্চলিক মহাসড়কের উপজেলার নল্লা বাজার এলাকায় এ ঘটনাটি ঘটে।

এ ঘটনায় ঘাতক পিকআপটিকে আটক করেছে পুলিশ।

নিহতরা হলেন- ধনবাড়ী উপজেলার নল্লা এলাকার গনেশ চন্দ্র রবি দাসের স্ত্রী ফুল রানী (৪১) ও মেয়ে রাধিকা রানী দাস (১২)।

ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম জসিম উদ্দিন জানান, গভীর রাতে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে নল্লা এলাকার একটি বাড়িতে উঠে পড়ে।

এতে ঘুমন্ত অবস্থায় মা ও মেয়ে ঘটনাস্থলে মারা যান। এ সময় তার বাবা গুরুত্বর আহত হয়।

পরে আহত গনেশকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

যুগধারা ডট টিভি/অন্তু