কালিহাতী প্রতিনিধি :
কালিহাতীর এলেঙ্গা ১৬ মার্চ পৌর নির্বাচনকে সামনে রেখে মাঠ চষে বেড়াচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগের মেয়র প্রার্থী নুর-এ আলম সিদ্দিকী। পৌর এলাকার ৯টি ওয়ার্ডের বাড়ি-বাড়ি গিয়ে ব্যাপক প্রচারণা চালিয়ে যাচ্ছেন নুর-এ আলম সিদ্দিকীসহ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সমর্থকরা।
বয়োজ্যেষ্ঠ থেকে কনিষ্ঠ সকল শ্রেণির নারী-পুরুষের সাথে সরাসরি দেখা করে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি।
বৃহস্পতিবার (৯ মার্চ)পৌর সভার বিভিন্ন ওয়ার্ডে নেতাকর্মীদের সাথে নিয়ে গনসংযোগ করেন নুর-এ আলম সিদ্দিকী। আবাল-বৃদ্ধসহ সকল শ্রেণী পেশার মানুষের বাড়ি-বাড়ি গিয়ে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করেন।
এ সময় নুর-এ আলম সিদ্দিকী বলেন, আমি বিগত পাঁচ বছর নৌকা প্রতীকে নিয়ে বিজয়ী হয়ে মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনার নেতৃত্বে এলেঙ্গা পৌরসভার ব্যাপক উন্নয়ন করেছি। আমি এলেঙ্গা পৌরসভার প্রত্যেকটি গ্রামে বাড়ি বাড়ি চষে বেড়াচ্ছি ও নৌকা প্রতীকে ভোট প্রার্থনা করছি। আমি আশাবাদী, এবারো পৌরবাসী আমাকে বিপুল ভোটে নির্বাচিত করবেন।
সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, বর্তমান মেয়র নুর-এ আলম সিদ্দিকী প্রথম মেয়র নির্বাচত হওয়ার পর ৫ বছরে এলেঙ্গা পৌর সভার ব্যাপক উন্নয়নমুলক কাজ করেছে বলে জানা যায়।
যুগধারা ডট টিভি/অন্তু দাস