পহেলা বৈশাখ ও ঈদ ঘিরে নিরাপত্তা হুমকি নেই : আইজিপি

Spread the love

যুগধারা ডেস্ক :

পহেলা বৈশাখ ও পবিত্র ঈদুল ফিতর ঘিরে নিরাপত্তার কোনো হুমকি নেই বলে জানিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল-মামুন।

সোমবার (১০ এপ্রিল) দুপুরে ঢাকার বসুন্ধরা শপিং কমপ্লেক্সে ঈদের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা জানান তিনি।

আইজিপি জানান, বাংলা নতুন বছর উদযাপনের দিন এবং মুসলমানদের ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

তিনি বলেন, দেশের প্রতিটি মার্কেট, বিপণি বিতান, মসজিদ, ঈদগাহ মাঠ এলাকায় কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। পহেলা বৈশাখ নিয়ে কোনো হুমকি এখন পর্যন্ত পাওয়া যায়নি।

আইজিপি বলেন, হুমকি পাই বা না পাই আমাদের নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত। পোশাকে পুলিশ, র‍্যাব ছাড়াও সাদা পোশাকে গোয়েন্দারা কাজ করছে।

ঈদের ছুটির সময় চুরি-ছিনতাই প্রতিরোধে কী কী ব্যবস্থা নেয়া হয়েছে জানতে চাইলে তিনি বলেন, ছিনতাইরোধে পোশাকে এবং সাদা পোশাকে পুলিশ কাজ করছে। ডিবির (গোয়েন্দা পুলিশ) বিশেষ অভিযান চলমান রয়েছে। ঢাকা মহানগরীর পুলিশও কাজ করে যাচ্ছে।

এ ছাড়া নিরাপত্তা বিবেচনায় কোনো ব্যাংক, প্রতিষ্ঠান বা ব্যক্তিগত পর্যায়েও মোটা অংকের টাকা লেনদেনের ক্ষেত্রে সহায়তা চাইলে সারাদেশের পুলিশ সহযোগিতা দিতে প্রস্তুত আছে বলেও জানান আইজিপি।

রমজান শুরুর পর থেকে ঢাকার বিভিন্ন সড়কে যানজট বেড়েছে। এই পরিস্থিতিতে ট্রাফিক ব্যবস্থা সম্পর্কে আইজিপি বলেন, মাঠে ঊর্ধ্বতন কর্মকর্তারা সরাসরি থেকে তদারকি করছেন, ফোর্সদের সঙ্গে ইফতার করছেন। আন্তরিকতা ও সদিচ্ছা থাকা সত্ত্বেও প্রত্যাশিত মাত্রায় সেবা হয়তো আমরা দিতে পারি না।

যুগধারা ডট টিভি/অন্তু