পাঁচআনী – ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির নির্বাচন

Spread the love

ভোটাররা পরিবর্তনের অঙ্গীকার নিয়ে একট্রা হয়ে বটগাছ প্রতীকের সাধারণ সম্পাদক প্রার্থী মতির উপর আস্থা রাখতে চান।

মাহবুবুর রহমান ডিপটি : আগামী ২ নভেম্বর ঐতিহ্যবাহী পাঁচআনী – ছয়অানী বাজার সাধারণ ব্যবসায়ী মালিক সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। আর মাত্র দুইদিন বাকী এই নির্বাচনের। নির্দলীয় নির্বাচন হলেও মূলত লড়াই হবে সাধারণ সম্পাদক প্রার্থী বটগাছ প্রতীকের মতিয়ার রহমান মতির সাথে বর্তমান সাধারণ সম্পাদক আছুর মোমবাতির প্রতীকের মধ্যে। তবে সরেজমিনে পাচআনী – ছয়আনী বাজার সাধারণ ব্যবসায়ী ভোটারদের সাথে কথা বলে জানা যায় এবার তারা পরিবর্তনের লক্ষ্যে একট্রা হয়ে সাধারণ সম্পাদক হিসেবে মতিয়ার রহমান মতির বটগাছ প্রতীকের উপর আস্থা রাখতে চান। তবে ব্যবসায়ীদের জরিপে সাধারণ সম্পাদক প্রার্থী মতিয়ার রহমান মতির বটগাছ প্রতীক এগিয়ে রয়েছে। সাধারণ সম্পাদক প্রার্থী মতিয়ার রহমান মতি বলেন, আগামী ২ নভেম্বর সাধারণ ব্যবসায়ী ভোটাররা যদি আমাকে সাধারণ সম্পাদক হিসেবে বটগাছ প্রতীককে জয়যুক্ত করতে পারেন তাহলে নির্বাচিত হওয়ার পর ভোটারদের মিলনমেলায় এক প্রীতিভোজের আয়োজন করবো, যা ইতিপূর্বে নির্বাচিত কোন সদস্য করেননি।

এই নির্বাচন উপলক্ষে গত ১৩ নভেম্বর খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়। নির্বাচন কমিশন কর্তৃক চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ১৫ অক্টোবর, মনোনয়ন পত্র বিক্রয় ১৬ অক্টোবর, মনোনয়ন জমা ১৯ অক্টোবর, মনোনয়ন পত্র যাচাই-বাছাই, মনোনয়ন পত্র প্রত্যাহার ২০ অক্টোবর, চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ২১ অক্টোবর। মোট ভোটার ৯৬৮ জন। নির্দলীয় দুটি প্যানেলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৫০ জন সাধারণ ব্যবসায়ী। এদের মধ্যে মিজান – আকবর – মতি পরিষদের নির্বাচন করছেন মোট ২৫ জন। এ প্যানেলে সভাপতি পদে চেয়ার মার্কায় দাড়িয়েছেন আলহাজ্ব মিজানুর রহমান, গরুর গাড়ি মার্কা সহ-সভাপতি আকবর আলী ও বটগাছ মার্কায় সাধারণ সম্পাদক পদে মোঃ মতিয়ার রহমান মতি।

আমি নির্বাচিত হলে ছয়আনী বাজারের দশতলা ভবন নির্মাণ করতে কাজ করবো। সেই ভবনের পাঁচ তলায় সমিতির সভা কক্ষ ও কমিউনিটি সেন্টার নির্মানের ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবো।

তিনি আরোও জানান সমিতির সাধারণ ব্যবসায়ীদের মাঝে জবাবদিহিতা ও সচ্ছতা বজায় রেখে সমিতি কার্যক্রম করবো। বাজারে ড্রেনেজ ব্যবস্থার সমস্যা সমাধান করবো। তিনি আরোও জানান, আমি নির্বাচিত হলে একটি শক্তিশালী কল্যাণ তহবিল গঠন করবো এবং সমিতির কোনো সদস্য মৃত্যু বরণ করলে এককালীন কল্যাণ তহবিলের ৫০ হাজার টাকা প্রদান করা হবে। সাধারণ মানুষের লক্ষ্যে তিনি জানান, বাজারে প্রতিটি দোকানে মুল্য তালিকা প্রদর্শন করতে ব্যবস্থা নিবো। উল্লেখ্য আগামী ২ নভেম্বর শনিবার টাঙ্গাইল উচ্চ বালিকা বিদ্যালয়ে সকাল ৯টা হইতে বিরতিহীন ভাবে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন টাঙ্গাইল প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী জাকেরুল মওলা। সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন সাংবাদিক পারভেজ হাসান ও আশিকুর রহমান পলাশ।