পাথরাইলে সবুজ কর্ম উন্নয়ন সংস্থার শীতবস্ত্র বিতরণ

Spread the love

স্টাফ রিপোর্টার : টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার পাথরাইলে সবুজ কর্ম উন্নয়ন সংস্থার (এনজিও) উদ্যোগে হতদরিদ্রদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। সোমবার বিজয় দিবসের দিন সকালে প্রতিষ্ঠানটির নিজস্ব কার্যালয় পাথরাইলে এসব শীত বস্ত্র বিতরণ করে প্রতিষ্ঠানটি।


এসময় উপস্থিত ছিলেন প্রতিষ্ঠান পরিচালনা পরিষদের সভাপতি সাজ্জাত মিয়া, সাধারণ সম্পাদক মো. রিপন খান, শাখা ব্যবস্থাপক মো. আনোয়ার হোসেন, স্থানীয় ব্যবসায়ী অনিক বসাক ও শাকিম মিয়াসহ কর্মকর্তা ও কর্মচারীরা।
বরটিয়া গ্রামের বৃদ্ধা পুন্য বেগম, লুৎফন্নেছা বেগম, পাথরাইলের আমেনা বেগম, বরটিয়া গ্রামের হামেলা বেগম ও ছানায়োর হোসেনের মতো বয়য়স্ক নারী পুরুষেরা শীতবস্ত্র পেয়ে সন্তুষ্ঠ প্রকাশ করেন।


প্রতিষ্ঠানটির নির্বাহী প্রধান রিপন মিয়া বলেন “মানুষ মানুষের জন্য”। হঠাৎ করে শীত বেড়ে গেছে। তীব্র শীতে বয়স্ক ও শিশুদের জীবন দুর্বিষহ হয়ে পড়েছে। এসব শীতার্ত অসহায় মানুষের কথা চিন্তা করে সবুজ কর্ম উন্নয়ন সংস্থা শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে। পাথরাইল ইউনিয়নের বিভিন্ন গ্রামের অসহায় ব্যক্তিরা এসব শীতবস্ত্র পেয়েছেন। আমাদের এনজিওর সদস্যদের বাইরেও অনেক অসহায় মানুষ শীতবস্ত্র পেয়েছেন। আমাদের এ ধরনের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।