যুগধারা ডেস্ক :
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরবকে পুলিশ পরিচয়ে তুলে নেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন যুবদলের নেতারা। জানা গেছে, তেজগাঁও এলাকা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে। তবে পুলিশের পক্ষ থেকে বিষয়টি এখনো নিশ্চিত করা হয়নি।
শনিবার (৪ মার্চ) বিকেল ৩টায় নীরবকে তেজগাঁও শিল্পাঞ্চল থানা পুলিশ তুলে নিয়ে গেছে বলে অভিযোগ করেছেন যুবদল নেতা আমিনুল ইসলাম।
জানতে চাইলে খালেদা জিয়ার প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান বলেন, আমাদের যুবদল নেতা সাইফুল আলম নীরবকে পুলিশ গ্রেপ্তার করেছে বলে জানতে পেরেছি। এ বিষয়ে হয়তো দলীয়ভাবে বিস্তারিত পরে ভালোভাবে জানানো হবে।
এ দিকে এ বিষয়ে তেজগাঁও থানার ফোন করলে নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বরত এক কর্মকর্তা বলেন, এ নামে এ থানায় কাউকে গ্রেপ্তার করে আনা হয়নি।
যুগধারা ডট টিভি/অন্তু দাস হৃদয়