প্রকাশ্যে জাওয়ানের ট্রেলার, চমক দেখালেন বলিউড বাদশাহ

Spread the love

যুগধারা ডেস্ক :
হিরো না ভিলেন, ঠিক কোন চরিত্রে বলিউড বাদশাকে দেখা যাবে ‘জাওয়ান’ সিনেমায় তা প্রশ্ন রেখেই প্রকাশিত হলো জাওয়ান সিনেমার ট্রেলার।

সোমবার (১০ জুলাই) সকালে প্রকাশিত ট্রেলারে একাধিক রূপে দেখা গেছে বলিউড বাদশাকে। কখনো তিনি ফাইটার, কখনো জেলার, কখনোবা তিনিই হিরো, কখনো আবার ভিলেন। নিজের চরিত্রের ধাঁধাটা বের করার জন্য দর্শককে প্রস্তুত থাকতে বললেন শাহরুখ। ট্রেলার প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে শাহরুখ লিখলেন, ‘আমি কে, কে নই তা জানতে আপনারা তৈরি তো?’

২ মিনিট ১২ সেকেন্ডের ট্রেলারে ছিল ভরপুর অ্যাকশন, হেলিকপ্টারে মারপিটের দৃশ্য, ট্রেনের মধ্যে অ্যাকশন সিকোয়েন্স থেকে কার চেজিং, সেই সাথে সারা শরীরে ব্যান্ডেজ বাঁধা অবস্থাতেও দেখা মিলল কিং খানের। তাকে বলতে শোনা গেল, ‘আমি ভালো নাকি খারাপ, আমি কে সেটা জানি না। শুধু এটুকু জানি, আমিও আপনাদের মতোই।’ তবে সবচেয়ে চমকে ছিল ট্রেলারের শেষ দিকে শাহরুখের লুক।

ধীরে ধীরে চোখমুখের ব্যান্ডেজ খুলছেন তিনি। ব্যান্ডেজ পুরোটা সরতেই প্রকাশ্যে এল পরিপাটি করে কামানো মাথা। ন্যাড়া মাথার লুকে শাহরুখকে দেখে চমক লাগতে বাধ্য।

দক্ষিণের অ্যাটলি পরিচালিত এ সিনেমায় শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ট্রেলারে তাদেরকেও দেখা গেছে এক ঝলক করে। এ ছাড়া চমক হিসেবে ছিলেন দীপিকা পাড়ুকোন। ট্রেলারের এক অংশে শেষ দৃশ্যে তার পুরোনো বলিউড গান ‘বেকারার করকে হামে ইয়্যু না’-তে নাচতে দেখা যায়। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে আছেন সঞ্জয় দত্ত।

চার বছরের বিরতির পর চলতি বছরের জানুয়ারি মাসে মুক্তি পেয়েছিল শাহরুখ অভিনীত ‘পাঠান’। বিশ্বজোড়া প্রশংসা কুড়ানো থেকে শুরু করে বক্স অফিস কাঁপিয়ে তোলা কোনও কিছুতেই পিছিয়ে ছিল না ‘পাঠান’।

প্রায় ছ’মাস পর মুক্তি পাওয়ার কথা ছিল শাহরুখের এই বছরের দ্বিতীয় ছবি ‘জওয়ান’-এর। কিন্তু মুক্তির দিন পিছিয়ে যায়। সোমবার শাহরুখের অনুরাগীদের সেই দীর্ঘ অপেক্ষার অবসান ঘটল।

দক্ষিণী পরিচালক অ্যাটলির পরিচালনায় এবং শাহরুখের স্ত্রী গৌরী খানের প্রযোজনায় ৭ সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে ‘জওয়ান’। এই ছবিতে শাহরুখের সঙ্গে জুটি বেঁধেছেন নয়নতারা, বিজয় সেতুপতি। ট্রেলারে তাদেরকেও দেখা গেছে এক ঝলক করে। এ ছাড়া চমক হিসেবে ছিলেন দীপিকা পাড়ুকোন। ট্রেলারের এক অংশে শেষ দৃশ্যে তার পুরোনো বলিউড গান ‘বেকারার করকে হামে ইয়্যু না’-তে নাচতে দেখা যায়। এ সিনেমায় একটি বিশেষ চরিত্রে আছেন সঞ্জয় দত্ত।

প্রথম ঝলক মুক্তির পর ছবির তারকাদের পারিশ্রমিক নিয়েও আলোচনা শুরু হয়ে গিয়েছে বলিপাড়ায়। বলিউড সূত্রে জানা গিয়েছে, এই ছবিতে অভিনয় করে কেউ কোটিতে আয় করেছেন, কেউ আবার লাখে।

বলিউডভিত্তিক সংবাদ মাধ্যমের এক সূত্রে জানা যায়, ‘জওয়ান’ ছবিতে অভিনয় করে ৪০ কোটি রুপি পারিশ্রমিক পেয়েছেন শাহরুখ। ছবির অন্যান্য তারকার তুলনায় সবচেয়ে বেশি উপার্জন করেছেন শাহরুখ।

দক্ষিণী ফিল্মজগতের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা ‘জওয়ান’ ছবির মাধ্যমেই বলিপাড়ায় পা রাখলেন। কিন্তু পারিশ্রমিকের তুলনায় শাহরুখের চেয়ে অনেক পিছিয়ে রয়েছেন তিনি। কানাঘুষো শোনা যাচ্ছে, শাহরুখ ‘জওয়ান’ ছবিতে অভিনয় করে নয়নতারার চেয়ে ১০ গুণ পারিশ্রমিক আদায় করেছেন। এই ছবিতে অভিনয় করে নয়নতারা আয় করেছেন প্রায় ৪ কোটি রুপি।

যুগধারা ডট টিভি/অন্তু