প্রতারণার শিকার কলেজছাত্রী, গর্ভপাতে মা ও নবজাতকের মৃত্যু

Spread the love

স্টাফ রিপোর্টার :

টাঙ্গাইলে গর্ভপাতে অতিরিক্ত রক্ত ক্ষরণে প্রসূতি ও নবজাতকের মৃত্যুর ঘটনা ঘটেছে। প্রসূতি স্থানীয় কলেজের শিক্ষার্থী ছিল। 

সোমবার বিকেলে ময়নাতদন্ত শেষে দুজনের মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরিবারের অভিযোগ, প্রেমিকের কাছ থেকে প্রতারণার শিকার হওয়ার ফলে এমন ঘটনা ঘটেছে। পরিবারের অজান্তে ওই তরুণী প্রেমে জড়িয়ে পড়ে। কোনো এক সময় সে গর্ভবতী হয়। রোববার টাঙ্গাইলের মধুপুরে গোপনে গর্ভপাত করাতে গেলে অতিরিক্ত রক্ত ক্ষরণ হয়। অবস্থা আশঙ্কাজনক হলে রাতে তাকে এ্যাম্বুলেন্সযোগে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে আসে তার প্রেমিক। 

হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওই তরুণীকে মৃত ঘোষণা করলে মরদেহ রেখে পালিয়ে যায় প্রেমিক। ওই তরুণী ৭ মাসের অন্তঃসত্ত্বা ছিল। 

মধুপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক ডা. হেলাল উদ্দিন বলেন, তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেনি। সরাসরি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে চলে গেছে।

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক ডা. একেএম হাবিবুল্লাহ বাহার বলেন, রোববার রাত তিনটার দিকে অজ্ঞাত পরিচয়ে এক তরুণীর মরদেহ হাসপাতালে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। 

টাঙ্গাইল জেনারেল হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ আতিকুর রহমান বলেন, মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। থানায় কোনো মামলা হয়নি।