প্রতিমা বংকী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বেগম আলেয়া ফেরদৌসিকে বিদায় সংবর্ধনা

Spread the love

জুয়েল রানা :

সখীপুর উপজেলার প্রতিমা বংকী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা বেগম আলেয়া ফেরদৌসিকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার (২২ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে বিদ্যালয় মাঠে অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।  বিদায়ী শিক্ষিকা আলেয়া ফেরদৌসী ১৯৮৪ সালের ১৫ ফেব্রুয়ারি সহকারী শিক্ষিকা পদে যোগদান করেছিলেন।

প্রতিমা বংকী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত অবস্থায় নিজের বেতন থেকে অল্প অল্প করে টাকা জমিয়ে শিক্ষার্থীদের জন্য তিনি শহীদ মিনার নির্মাণ করে দেন। ভাষা শহীদদের প্রতি এমন শ্রদ্ধায় তিনি দেশব্যাপী প্রশংসিত হয়েছিলেন।

বুধবার অনুষ্ঠিত তাঁর বিদায় সংর্ধনায় সহকর্মী, এলাকাবাসী ও শিক্ষার্থীরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনুষ্ঠানে উপজেলা পরিষদের চেয়ারম্যান জুলফিকার হায়দার, পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ আজাদ, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ মিয়া, অধ্যাপক এম এ গফুর, শিক্ষা কর্মকর্তা রাফিউল ইসলাম, অধ্যক্ষ কেবিএম খলিলুর রহমান, অধ্যক্ষ সাঈদ আজাদ, স্থানীয় ইউপি চেয়ারম্যান আনছার আলী আসিফ প্রমুখ বক্তব্য দেন। এ সময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও প্রিন্ট ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

যুগধারা ডট টিভি/অন্তু