স্টাফ রিপোর্টার :
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে টাঙ্গাইল ইফতার সামগ্রী বিতরণ করেছেন টাঙ্গাইল-৫ (সদর) আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট মামুনুর রশিদ মামুন ।
বুধবার (১২ এপ্রিল) বিকেলে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় তিন শতাধিক অসহায় ও নিম্ন আয়ের মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
সদর উপজেলা যুবলীগর সভাপতি আবু সাইম তালুকদার বিপ্লবের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, সদর উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সোহেল রানা বাবু ও আমিনুল ইসলাম রাজিব, জেলা ছাত্রলীগর সাবেক আহবায়ক মোস্তাফিজুর রহমান সোহেল, মনির সিকদার, মফিজুর রহমান, কামরুল ইসলাম, আওয়ামী সাংস্কৃতিক লীগ টাঙ্গাইল জেলা শাখার প্রচার ও প্রকাশনা সম্পাদক সুলতান কবির প্রমুখ।
এ সময় যুবলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
যুগধারা ডট টিভি/অন্তু