ক্রীড়া প্রতিবেদক : টাঙ্গাইলে উইন্টার সিজন ফুটবল টুর্নামেন্টের শুরু ২৯ নভেম্বর শুক্রবার সকাল ৭.৩০ মিনিটে। প্রভাতের সূর্যের আলো উঠার পর স্বাস্থ্য সচেতন ক্রীড়ামোদী চল্লিশ অর্ধ ফুটবলারদের নিয়ে টাঙ্গাইল আউটার স্টেডিয়ামে জমজমাট ফুটবল মেলার আয়োজন করছে ফোরটি আপ ব্রাদার্স।
উদ্বোধনী খেলায় ওয়ান ক্লাব মুখোমুখি হচ্ছে ফিফটি ক্লাবের সাথে। দেহগড়ি ক্লাবের সভাপতি তপন ভট্রাচার্যের সভাপতিতে শতায়ু অঙ্গনের ভারপ্রাপ্ত সভাপতি রিয়াজ উদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে ২৫+২৫=৫০ মিনিটের ফুটবল খেলায় উপস্থিত থাকবেন।
শতায়ু অঙ্গনের সাধারণ সম্পাদক আবদুর রহমান টুর্নামেন্টের উদ্বোধন ঘোষনায় বিশেষ অতিথি উপস্থিত থাকবেন সুপ্রভাত ক্লাবের সাধারণ সম্পাদক জাহিদ তারেক খান জুয়েল ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক নুর এ আলম ভূঁইয়া। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনায় থাকবেন ফোরটি আপ ব্রাদার্সের সদস্য সচিব ইফতেখারুল অনুপম।
প্রতিটি ক্লাবে ৯জন করে খেলায় অংশগ্রহন করতে পারবে। অতিরিক্ত থাকবেন ৩জন। ডাবল লীগ পদ্ধতির টুর্নামেন্টে অংশগ্রহনকারী দলগুলো হলো ওয়ান ক্লাব, টেন ক্লাব, ফিফটি ক্লাব ও হানডেট ক্লাব। সর্বোচ্চ পয়েন্ট সংগ্রহকারী দুটি দল ২৪ জানুয়ারী ফাইনাল খেলবে।
৪টি ক্লাবে যারা খেলছেন তারা হলেন- ওয়ান ক্লাবঃ সুব্রত কুমার ধর, লিটন সাহা, পলাশ পাল, দিলীপ, গৌর সুন্দর, মুজিবর, রাতুল সাহেদ, উৎপল কর্মকার, এ্যাডভোকেট বাবু, দুলাল ও মোতালেব। টেন ক্লাবঃ শামীম আল মামুন(ব্যাংকার), প্রফেসর সানোয়ার,মতিন, বিশ^জিৎ, ডাঃ ইমরান, ডাঃ শফিকুল ইসলাম, সোলায়মান, উজ্জল(চঞ্চল), আশরাফ, গোবিন্দ কর্মকার, ইফতেখারুল অনুপম। ফিফটি ক্লাবঃ সুজিত কুমার সাহা, পিন্টু, নয়ন মিয়া, বিজয় কর্মকার, বাদল ভূঁইয়া,খায়রুল , উজ্জল, ডাঃ হাসান, সৈয়দ বেলাল, হাবিব, ড.পিনাকী দে। হানডেট ক্লাবঃ ডাঃ নজরুল ইসলাম, রাম, ডাঃ হায়দার আলী, সুজায়েত, জহুরুল ইসলাম, মোস্তফা খান, বিল্লাল-২, মোহাম্মদ রফিক, নুর আলম ভূঁইয়া, নোমান ও এ্যাডভোকেট নাসিম।
প্রথম শ্রেনীর রেফারীদের দ্বারা পরিচালিত টুর্নামেন্টে কমিটি সদস্য হিসেবে সহযোগিতা করবেন ডাঃ নজরুল ইসলাম, কাজী আব্দুল আজিজ নোমান, সুব্রত কুমার ধর, সুজিত কুমার সাহা ও শামীম আল মামুন।
উদ্বোধনী ম্যাচের পর ফিকচার নি¤œরুপ- টেন ক্লাব বনাম হানডেট ক্লাব(৩০ নভেম্বর), ফিফটি ক্লাব বনাম হানডেট ক্লাব(৬ ডিসেম্বর),ওয়ান ক্লাব বনাম টেন ক্লাব(৭ ডিসেম্বর), ওয়ান ক্লাব বনাম হানডেট ক্লাব(১৩ ডিসেম্বর),টেন ক্লাব বনাম ফিফটি ক্লাব(১৪ ডিসেম্বর), ওয়ান ক্লাব বনাম হানডেট ক্লাব(২১ ডিসেম্বর), টেন ক্লাব বনাম ফিফটি ক্লাব(৩ জানুয়ারী), ফিফটি ক্লাব বনাম হানডেট ক্লাব(৪ ডিসেম্বর), টেন ক্লাব বনাম হানডেট ক্লাব(১০ জানুয়ারী), ওয়ান ক্লাব বনাম ফিফটি ক্লাব(১১ ডিসেম্বর) ও ওয়ান ক্লাব বনাম টেন ক্লাব(১৭ জানুয়ারী)