টাঙ্গাইল প্রতিনিধি : টাঙ্গাইলের কালিহাতী টু ঘাটাইল উপজেলার ধলাপাড়া সড়কে দেওপাড়া ইউনিয়নের খাকুরিয়ার ব্রিজের কাজ ১ বছরে শেষ হওয়ার কথা থাকলেও ৫ বছরেও কাজ শেষ হয়নি। ২০২১ সালে কাজটি শুরু হয়ে ২০২২ সালের ২০ মার্চ ব্রিজের কাজ শেষ হওয়ার কথা ছিলো,৫ বছরেও সম্পুর্ন কাজ শেষ করতে পারেনি ঠিকাদার প্রতিষ্ঠানটি। প্রতিবছর ১/২ মাস কাজ করে উধাও হয়ে যায় সাব-ঠিকাদার সরকারি চাকরিজীবী ফার্মাসিষ্ট সাইফুল ইসলাম। তার বিরুদ্ধে একাদিক চেক জালিয়াতি মামলাও রয়েছে। শনিবার (২৩ নভেম্বর) সকালে বিকল্প সড়কের মিনি বাশঁ –কাঠরে ব্রিজ ভেঙে অটোরিকশা পানিতে পড়ে যায়। এতে ওই সড়কে কোন যানবাহন চলাচল করতে পারছেনা, ব্রিজের সম্পুর্ন কাজ শেষ না হওয়ার কারনে ভোগান্তিতে পড়েছে ৪১ গ্রামের মানুষ।
জানাযায়,ঘাটাইল উপজেলার দেওপাড়া ইউনিয়নের খাকুয়িরার ব্রিজটি মেয়াদোত্তীর্ণ হয়ে একাংশ ভেঙে যায়।ব্রিজটি পূননির্মানের জন্য স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডি দরপত্র আহ্বান করে ঢাকার ঠিকাদারী প্রতিষ্ঠান এসই সাদিয়া অ্যান্ড সামিয়া জয়েন্টভেঞ্চার ২০২১ সালে ২১ সেপ্টেম্বর চার কোটি ২১ লাখ ১০ হাজার ৫৪৪টাকা চুক্তি মুলে ২০২২ সালে ২০ মার্চ কাজ শেষ করার নিমিত্তে কার্যাদেশ পায়।
ঠিকাদারী প্রতিষ্ঠানটি কাজ না করে স্থানীয় জনৈক সাইফুল ইসলামকে কাজটি করার জন্য সাব-ঠিকাদার নিয়োগ করে।সাব-ঠিকাদার বিকল্প সড়ক নির্মান না করেই মেয়াদোর্ত্তীণ ব্রিজটি ভাঙা শুরু করে। পরে স্থানীয়দের প্রতিবাদের মুখে কাদা মাটি দিয়ে পায়েহাটা রাস্তা তৈরি করে এতে প্রতিদিন শ’শ’ভ্যান রিকশা ভ্যাটারি চালিত অটোরিকশা ,সিএনজি চালিত অটোরিকশা,মিনিট্রাক,ট্রাক,প্রাইভেটকার চলাচল করতে পারছেনা। ব্রিজের সম্পুর্ন কাজ শেষ না করইে সাব-ঠিকাদার আবারও উধাও। স্থানীয়রা বারবার তাগাদা দিলেও টিকাদার ব্রিজের কাজ করছেনা। প্রায় ৫ বছরের সময় ধরে ব্রিজ না থাকার কারণে চরম ভোগান্তির শিকার হচ্ছেন, ধলাপাড়া ইউনিয়নসহ দেওপাড়া ইউনিয়নের রাশাক, কালিকাপুর, কোচপাড়া, পাঞ্জারচালা,শিবেরপাড়া,বাদেআমজানী,তালতলা,দেওপাড়া,কালিয়ান,গান্ধী,চাম্বুলতলা,রহমত খার বাইদ,রানাদহ, চৈতরবাইদ, মলাজানী, যুগিয়াটেংর, কুমাড় পাড়া, গানজানা, মাকড়াই,মাকড়াই, ভবানী,মালেঙ্গা,গন্ডঘোষ, চৌরাশা, কোচক্ষিরা,কাপাসিয়া, বারইপাড়া, ভোজদত্ত,হরিণাচালা,কান্দুলিয়াপাড়া, করিমেরপাড়া, কাকুয়িরা, কালুকাছরা, খামারকাছরা, দেলুটিয়া,ভাগলের পাড়া,ভাবনদত্ত,ঘোড়ামারা,বাণীবাসা গ্রামের মানুষ।
স্থানীয় সিএনজি চালক,জাহাঙ্গীর, আমিনুর,ভ্যানচালক তাওহিদ,রাজ্জাক,মিনি ট্রাক চালক আব্দুর রশিদ,অটোরিকশা চালক আসাদুল,সুজনসহ অনেকেই জানান, সাব ঠিকাদার বিকল্প সড়ক নিমার্ন না করে ব্রিজরে কাজ শুরু করে স্থানীয়দের প্রতিবাদের মুখে কাদা মাটি দিয়ে পায়েহাটা রাস্তা তৈরি করে।২বছর আগে বর্ষাকালে পানির স্রোতে রাস্তার মাঝ খানে ভেঙে যায়। পরে শ্রকিরা বাশঁ কাঠ দিয়ে মিনি ব্রিজ তৈরি করেন। শনিবার দিন সকালে অটোরিকশাসহ মিনি ব্রিজটি ভেঙে পানিতে পড়ে যায়। এখন সব যানবাহন চলাচল বন্ধ হয়েগেছে। প্রায় ৫ বছর আগে ব্রিজের কাজ ধরেছে এখন পর্যন্ত কাজ শেষ করতে পারে নাই। প্রতি বছরে ২-৩ মাস করে হঠাৎ উধাও হয়ে যায় সাব-ঠিকাদার সাইফুল। ৫ বছরেও ব্রিজের কাজ সম্পুর্ন শেষ না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন তারা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দ্রুত ব্রিজটির সম্পুর্ন কাজ শেষ করার দাবি জানান।
সাব-ঠিকাদার সাইফুল ইসলামের সাথে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করা চেষ্টা করলে তার ব্যবহারকারী মোবাইল বন্ধ পাওয়া যায়।