বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে নিরলস ভাবে কাজ করে যেতে হবে -কৃষি মন্ত্রী

Spread the love

হাবিবুর রহমান ঃ কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, পরাধীন এই দেশ টা ১৯৭১ সালে মহান মুক্তিযোদ্ধে বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে সকল মুক্তিযোদ্ধারা যুদ্ধ করে এই দেশ কে বঙ্গবন্ধু পরাধীন থেকে স্বাধীন করেছে। বঙ্গবন্ধু আমাদের স্বপ্ন দেখিয়ে ছিলেন ক্ষুধা মুক্ত, দারিদ্র মুক্ত, সূখী সমৃদ্ধ স্বাধীন একটি বাংলাদেশের। যেটিকে তিনি সোনার বাংলা বলতেন। সেই বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে শেখ হাসিনার সরকার কাজ করছে। আজ শনিবার দুপুরে টাঙ্গাইলের মধুপুর উপজেলা প্রশাসন আয়োজিত ৫১ তম জাতীয় সমবায় দিবসে প্রধান অতিথি বক্তব্যে তিনি এসব কথা বলে।

সকালে মধুপুর উপজেলা পরিষদ চত্বরে পতাকা উত্তোলন করে একটি র‌্যালি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় মধুপুর উপজেলা নির্বাহী অফিসার শামীমা ইয়াসমীন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব ছরোয়ার আলম খান আবু।

আলোচনা সভায় অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন মধুপুর পৌরসভার মেয়র আলহাজ্ব সিদ্দিক হোসেন খান, উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান শরীফ আহমদ নাসির, সাবেক উপজেলা চেয়ারম্যান খন্দকার আব্দুল গফুর মন্টু, মির্জা বাড়ি ইউপি চেয়ারম্যান সাদিকুল ইসলাম সাদিক, সমবায়ী বঙ্গবন্ধু কৃষি পদক প্রাপ্ত কৃষক ছানোয়ার হোসেন, ইদিলপুর বহুমুখী আনারস চাষী সমিতির সভাপতি ফজলুল হক ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমবায় অফিসার সাইফুল ইসলাম প্রমুখ। পরে কৃষি মন্ত্রী সেরা সমবায়ীদের হাতে ক্রেস্ট প্রদান করেন।