স্টাফ রিপোর্টার :
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণাধীন প্রকল্পের বিভিন্ন সাইজের লোহার রডের মালামাল চুরি করে নেয়ার সময় আজিজ ওরফে মহর (৫৫), আব্দুল হামিদ (৪৫) ও পিকআপ চালক মনির (২৫) কে আটক করেছে বঙ্গবন্ধু সেতু পূর্ব থানা পুলিশ। এ সময় লোহার রড বহনকারী একটি পিকআপ জব্দ করা হয়।
রোববার সকাল সাড়ে ১০ টায় বঙ্গবন্ধু শেখ মুজিব সেতু পাথাইলকান্দি এলাকায় এ ঘটনা ঘটে।
আটকরা হলেন- কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ী গ্রামের নয়া মিয়ার ছেলে পিকআপ চালক মনির,বিনোদ লুহুরিয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে আজিজ ওরফে মহর ও সরোয়ার মন্ডলের ছেলে আব্দুল হামিদ।
বঙ্গবন্ধু সেতু পূর্ব পার থানার ওসি সফিকুল ইসলাম জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতু নির্মাণের কাজ চলছে।
বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণাধীন প্রকল্পের আবর্জনা পরিষ্কার করতে ঠিকাদারের জন্য সুমন এন্টারপ্রাইজ সত্ত্বাধিকারী গোহালিয়াবাড়ী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান হযরত আলী তালুকদারকে ঠিকাদারি প্রতিষ্ঠানের নিয়োগ করা পিকআপ গাড়ীতে ময়লা আবর্জনা নিচে অভিযুক্তরা বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে সেতুর নির্মাণধীন অকেজো বিভিন্ন সাইজের লোহার রড টুকরো তুলে নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে নির্মাণাধীন প্রকল্প ডাউন-ষ্ট্রিম ফ্রেবরিকেশন ইয়ার্ড হতে ডাউন-ষ্ট্রিম মেইন গেইট বাহির হওয়ার সময় নিরাপত্তাকর্মীরা ধাওয়া করে পাথাইলকান্দি বাজারে আটক করে পুলিশে খবর দেয়।পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পিকআপচালকসহ তিন জনকে আটক করে।
এ ঘটনায় বঙ্গবন্ধু শেখ মুজিব রেলওয়ে নির্মাণাধীন প্রকল্পের কর্মক্ষেত্রের সিকিউরিটি ম্যানেজার জালাল উদ্দিন বাদী হয়ে পিকআপ চালক মনির, আজিজ ওরফে মহর, আব্দুল হামিদকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে।
যুগধারা ডট টিভি/অন্তু