স্টাফ রিপোর্টার:
মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ’র বলেছেন, দেশের মোট বাজেটের প্রায় এক তৃতীয়াংশ অর্থনীতিই ক্ষুদ্রঋন প্রতিষ্ঠান সেক্টরের। এখানে প্রতিদিন এক হাজার কোটি টাকা লেনদেন হয়। বছরে দুই লক্ষ ২৫ হাজার কোটি টাকা লেনদেন হয়ে থাকে এই সেক্টরে। আর বাংলাদেশে সাড়ে তিন কোটি প্রান্তিক মানুষ জড়িত রয়েছে। তাদের বছরে সঞ্চয় হচ্ছে ৬০ থেকে ৭০ হাজার কোটি টাকা। আর এই সঞ্চয় হিসাবী প্রান্তিক মানুষের ৯১ শতাংশই মহিলা। যাদের ঋণ পরিশোধ হয়েছে ৯৮%।
সোমবার দুপুরে টাঙ্গাইলে মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির সনদপ্রাপ্ত ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় এসব তথ্য তুলে ধরেন তিনি। এসময় তিনি বলেন, দেশের এতবড় একটি আর্থিক খাতকে সুন্দরভাবে পরিচালনার জন্যে সরকার নানা উদ্যোগ গ্রহন করছে। প্রাকৃতিক দুর্যোগ, বিশেষ করে কোভিট এর সময় এই ক্ষুদ্রঋন প্রতিষ্ঠানগুলো নিজেদের জীবনবাজি রেখে মানুষের জন্যে কাজ করেছে।
সোসাইটি ফর সোস্যাল সার্ভিসের সহযোগিতায় মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটির এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মোঃ ফসিউল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইলের জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। এছাড়া সোসাইটি ফর সোস্যাল সার্ভিস এনজিও’র নির্বাহী পরিচালক আব্দুল হামিদ ভূইয়া, জেলা প্রশাসন, জেলা পুলিশ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা, এমআরএ’র কর্মকর্তাবৃন্দ ও ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের ৯০ জন প্রধান নির্বাহী কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এর আগে মোঃ ফসিউল্লাহ টাঙ্গাইলের বেসরকারী উন্নয়নসংস্থার বিভিন্ন সোসাইটি ফর সোসাল সার্ভিস পরিচালিত হরিজন সম্প্রদায়ের জন্যে প্রতিষ্ঠিত পৌর আইডিয়াল স্কুল, যৌনকর্মীদের সন্তানদের শিক্ষা ও পুর্নবাসনের জন্যে প্রতিষ্ঠিত সোনার বাংলা চিলড্রেন হোমসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।