বর্ণাঢ্য আয়োজনে ‘আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ’-এর কম্বল বিতরণ কর্মসূচি পালন

Spread the love

স্টাফ রিপোর্টার :
আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশ এর উদ্যোগে প্রতিবছর দেশের বিভিন্ন অঞ্চলে কম্বল, শীতবস্ত্র এবং প্রাকৃতিক দূর্যোগে বন্যাদূর্গত এলাকায় অসহায় মানুষের মাঝে ত্রাণ বিতরণ কর্মসূচি বাস্তবায়ন আসছে। এরই ধারাবাহিকতায় টাঙ্গাইল অঞ্চলে দুঃস্থ’, অসহায়, সুবিধাবঞ্চিত ও নদীভাঙন এলাকার শীতার্ত মানুষের মাঝে গত ২৭ ডিসেম্বর ২০২২ তারিখ থেকে কম্বল বিতরণ করে আসছে। আজ টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা ইউনিয়নের কয়েকটি গ্রামের দুঃস্থ’, অসহায়, সুবিধাবঞ্চিতদের মাঝে কম্বল বিতরণের ২য় পর্যায়ের ১ম দিনের কর্মসূচি সম্পন্ন হয়েছে। বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইসলামিক রিপাবলিক অফ ইরান ব্রডকাস্টিং বাংলা’র মনিটর ও আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের সাধারণ সম্পাদক আবু তাহের, দৈনিক যুগধারা পত্রিকার সম্পাদক ও প্রকাশক সরকার হাবিব ,আইআরআইবি ফ্যান ক্লাব বাংলাদেশের কার্যনির্বাহী সদস্য মোবারক হাসেন ফনি, তামজিদ আহমেদ খান পিয়াস, মোঃ শফিকুল ইসলাম এবং ঘারিন্দা ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ড সদস্য মোঃ সুজন মিয়াসহ আরও অনেকে। ১১ জানুয়ারি ২০২৩-এ সদর উপজেলার কাকুয়া ইউনিয়নের যমুনা নদীর ভাঙন এলাকার চরপৌলি গ্রামে শীতার্ত ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হবে। ধারাবাকিভাবে ১২ জানুয়ারি ২০২৩ তারিখে হুগড়া ইউনিয়নের যমুনা নদীর ভাঙনের শিকার কয়েকটি গ্রামেও শীতার্ত, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হবে।