বাংড়া ইউপি নির্বাচনে মোটরসাইকেল মার্কার ভ্যান গাড়ি শোডাউন

Spread the love

স্টাফ রিপোর্টার :

কুচটি গ্রাম ভ্যান গাড়ি শ্রমিকদের উদ্যোগে আসন্ন ২৯ ডিসেম্বর ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধুর হত্যার প্রতিবাদে প্রতিরোধ যোদ্ধা বর্তমান সফল চেয়ারম্যান মো: হাসমত আলী নেতার মোটরসাইকেল মার্কার পক্ষে ভ্যান শোডাউন অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২১শে ডিসেম্বর) সকালে ব্যবসায়ী শফিকুল ইসলাম শফির নেতৃত্বে কুচটি প্রাথমিক বিদ্যালয় মাঠ হতে ইছাপুর, আইসড়াবাড়ী, রাজাবাড়ি, শোলাকুড়া, মুলিয়া, বাংড়া, ধুনাইল, চক-খিলদা, বিলবর্নী, সাকরাইল গ্রামসহ বাংড়া ইউনিয়নের বিভিন্ন গ্রামে শোডাউনটি প্রদক্ষিন করে। শোডাউনে একশত ভ্যান গাড়ি ও তিন শতাধিক জনতা অংশ নেন। শোডাউন শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করে করা হয়।