স্টাফ রিপোটার ঃ আগামী ২৯ শে ডিসেম্বর কালিহাতী উপজেলার ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আহমেদ নির্বাচনী গনসংযোগ অব্যাহত রেখেছেন। মঙ্গলবার (২০ ডিসেম্বর)বাগুটিয়া বাজারে আসা বিভিন্ন এলাকার সাধারণ মানুষের সাথে আনারস মার্কায় ভোট চেয়ে কুশল বিনিময় ও দোয়া সমর্থন চেয়ে গণসংযোগ করেন। সরেজমিনে খোঁজ নিয়ে জানা যায়, প্রতীক বরাদ্দের পর থেকে বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আহমেদ গনসংযোগ ও প্রচারের ব্যস্ত সময় পার করে দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। পোস্টার, ব্যানারে ছেঁয়ে গেছে ইউনিয়নের অলিগলি। কর্মী-সমর্থক নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ঘুরছেন ভোটারদের দ্বারে দ্বারে। মিছিল, মিটিং, পথসভা, উঠান-বৈঠক ও গণসংযোগ চালাচ্ছেন সমান তালে। ইতিমধ্যেই বাংড়া ইউনিয়নের প্রতিটি গ্রামের সর্বস্তরের সাধারণ মানুষের মাঝে ব্যক্তি ইমেজ ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আনারস মার্কার পক্ষে একটি অবস্থান তৈরি করেছেন। বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আহমেদ ছাত্র জীবন থেকে আওয়ামীলীগের রাজনীতির সাথে ওতপ্রোত ভাবে জড়িত ছিলেন। কালিহাতী উপজেলা আওয়ামীলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পরবর্তীতে সহ-সভাপতির দায়িত্ব পালন এবং বাংলাদেশ চেয়ারম্যান ফেডারেশনের সাবেক সভাপতি ও শেষ্ঠ চেয়ারম্যান হিসেবে মাদার তেরেসা স্বর্ণপদক,শেরে বাংলা স্বর্ণপদক,জেনারেল ওসমানী ও নেতাজি সুভাষচন্দ্র বসু স্বর্ণপদক সহ মোট ১৪টি স্বর্ণপদক সহ দীর্ঘ ২৭ বছর বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন। গনসংযোগ কালে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী বীরমুক্তিযোদ্ধা রিয়াজ উদ্দিন আহমেদ বলেন, আমি অতীতেও বাংড়া ইউনিয়ন বাসীর পাশে সব সময় ছিলাম ভবিষ্যতেও থাকবো।বাংড়া ইউনিয়ন জনসাধারনের উদ্দ্যশে তিনি বলেন আগামী২৯ ডিসেম্বর আপনারা চেয়ারম্যান পদে আনারস প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করে বিগত দিনের মত ইউনিয়ন বাসীর সেবা করার সুযোগ দিন।