স্টাফ রিপোর্টার :
কালিহাতীতে ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগণের মনোনীত মোটরসাইকেল প্রতীকে চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো: হাসমত আলী নেতাকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে গত ১২ই ডিসেম্বর সোমবার রাতে কুচুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বিশাল নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়।
আবুল হোসেন মাতবর এর সভাপতিত্বে মোটরসাইকেল প্রতীকের নির্বাচনী সভায় বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী মুক্তিযুদ্ধ লীগ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম সিরাজ, বাংড়া ইউপি চেয়ারম্যান ও বর্তমান চেয়ারম্যান পদপ্রার্থী বীরমুক্তিযোদ্ধা মো: হাসমত আলী নেতা, এলেঙ্গা ব্যবসায়িক বণিক সমিতির সভাপতি মোতালেব হোসেন শিকদার, আওয়ামী লীগের নেতা ইফরানুল ইসলাম জুয়েল, ইঞ্জিনিয়ার ছরোয়ার আলম, শিক্ষক নেতা আব্দুল বাছেদ সিদ্দিকী, আব্দুল লতিফ, জামাল বাদশা, আওয়ামী লীগের নেতা সৈয়দ খালিদশামস্ ডন, আলতাফ মাহমুদ খান প্রমুখ। সকল বক্তাগণ আগামী ২৯ ডিসেম্বর আসন্ন বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে বীর মুক্তিযোদ্ধা হাসমত আলী নেতাকে মোটরসাইকেল প্রতীকে বিপুল ভোট দিয়ে জয়যুক্ত করার আহ্বান ও দোয়া প্রার্থনা করেন।
সভায় কুচুটি গ্রামবাসীদের উৎফুল্ল উপস্থিতে মাঠ কানায় কানায় পূর্ণ হয়। নির্বাচনী সভা পরিচালনা করেন ব্যবসায়ী শফিকুল ইসলাম শফি ।