স্টাফ রিপোর্টার : ‘ডাক দিয়েছে হাসমত ভাই ঘরে থাকার উপায় নাই’ স্লোগানে চক-ডাকাতিয়া গ্রামে আগামী ২৯ শে ডিসেম্বর ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে জনগনের মনোনীত স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী বর্তমান সফল চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ হাসমত আলী নেতার মোটরসাইকেল প্রতীকের রাত্রিকালীন নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
গত মঙ্গলবার ২০ ডিসেম্বর রাতে চক-ডাকাতিয়া গ্রামের আব্দুল আজিজ এর বাড়িতে মোঃ জুরান মন্ডলের সভাপতিত্বে উঠান বৈঠকে বক্তব্যদেন ৫নং বাংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও স্বতন্ত্র চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ হাসমত আলী নেতা, মওলানা ভাসানী উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি ইঞ্জিঃ ছরোয়ার আলম, মকবুল হোসেন মাতবর, মিজানুর রহমান, লাল মিয়া সহ স্থানীয় নেতৃবৃন্দ।
রাত্রিকালীন নির্বাচনী উঠান বৈঠকে নারী-পুরুষ ভোটার উপস্থিত সবাই ঐক্যবদ্ধ হয়ে হাসমত আলী নেতাকে মোটরসাইকেল প্রতীকে বিপুল ভোটে বিজয়ী করতে একমত পোষণ করেন। নির্বাচনী উঠার বৈঠক পরিচালনা করেন আওয়ামী লীগ নেতা শাহীন ।