বাংলাদেশের ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে পাকিস্তান

Spread the love

অনলাইন ডেস্ক : বাংলাদেশের প্রায় ১ কোটি ৪০ লাখ টাকার ত্রাণ সহায়তার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে বন্যা কবলিত পাকিস্তান। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিস।

স্মরণকালের ভয়াবহ বন্যায় পাকিস্তানের মানুষের পাশে দাঁড়াতে মানবিক ত্রাণ সহায়তার প্রস্তাব দিয়েছিল বাংলাদেশ। কিন্তু এতে আন্তর্জাতিক পরিমণ্ডলে নিজেদের ভাবমূর্তি ক্ষুনে্নের আশঙ্কায় সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছে দেশটির সেনাবাহিনী বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়।

ওই প্রতিবেদনে আরও বলা হয়, বাংলোদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব সময়ই মানবতার পাশে দাঁড়িয়েছেন। তারই ধারাবাহিকতায় পাকিস্তানে সহায়তার জন্য সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশ দিয়েছিলেন তিনি।