যুগধারা ডেস্ক :
সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বৃহস্পতিবার (২০ এপ্রিল) শাওয়াল মাসের চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রনমিক্যাল সেন্টার (আইএসি)।
সেক্ষেত্রে, শুক্রবার (২১ এপ্রিল) ওই অঞ্চলে চাঁদ দেখা যেতে পারে। শনিবার (২২ এপ্রিল) উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। আর রীতি অনুযায়ী বাংলাদেশে ঈদ হতে পারে তার পরের দিন রোববার (২৩ এপ্রিল)।
আইএসির এক বিজ্ঞপ্তির বরাতে সৌদি গেজেট জানিয়েছে, জ্যোতির্বিজ্ঞানের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, বৃহস্পতিবার সৌদি আরবসহ মুসলিম বিশ্বের দেশগুলো থেকে খালি চোখে এবং আরব বিশ্বের বেশির ভাগ দেশে টেলিস্কোপের মাধ্যমেও শাওয়াল মাসের চাঁদের দেখার সম্ভাবনা নেই বললেই চলে।
এদিন লিবিয়াসহ পশ্চিম আফ্রিকার কিছু দেশে চাঁদ দেখতে পাওয়ার সম্ভাবনা থাকলেও আরব বিশ্বের সঙ্গে মিল রেখেই সেখানে ঈদ উদযাপিত হতে পারে।
সৌদি গেজেট বলছে, বৃহস্পতিবার খালি চোখে কিংবা টেলিস্কোপের সাহায্যে শাওয়াল মাসের চাঁদ দেখা না গেলে এবার মুসল্লিরা ৩০টি রোজা রাখার সুযোগ পাবেন।
আবুধাবিভিত্তিক প্রতিষ্ঠান আইএসি জানিয়েছে, তারা শুধু জ্যোতির্বিজ্ঞানের তথ্যের ওপর ভিত্তি করে এ অনুমানের কথা জানিয়েছে। ঈদ কবে হবে, সেটা শাওয়াল মাসের চাঁদ দেখা সাপেক্ষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিশ্চিত করবে।
সাধারণত সৌদি আরবের পর দিনই দক্ষিণ এশিয়ার দেশগুলোতে ঈদ পালিত হয়ে থাকে। সে হিসেবে বাংলাদেশে এবারের ঈদ হতে পারে রবিবার। সূর্যের হিসাবে বাংলাদেশ অপেক্ষা সৌদি আরব ৩ ঘণ্টা পিছিয়ে থাকলে চাঁদের হিসাবে দেশটি এগিয়ে ২১ ঘণ্টা। আর রমজান চান্দ্র মাস হওয়ায় রোজা বা ঈদ বাংলাদেশে পরে হয়।
যুগধারা ডট টিভি/অন্তু