বাংলাদেশে সীমিত হলো ফেসবুকের বিজ্ঞাপনী কার্যক্রম

Spread the love

যুগধারা ডেস্ক :

বাংলাদেশ থেকে ফেসবুকে বিজ্ঞাপনের কার্যক্রম সীমিত করেছে এর প্যারেন্টস কোম্পানি মেটা। ফেসবুকের বিজ্ঞাপনী সংস্থা এইচটিটিপুল বাংলাদেশে তাদের কার্যক্রম সীমিত করার ঘোষণা দিয়েছে। বাংলাদেশ থেকে অর্থ স্থানান্তরে সমস্যার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে জানিয়েছে এইচটিটিপুল।

এইচটিটিপুল বাংলাদেশ লিমিডেট গ্রাহকের কাছে পাঠানো এক চিঠিতে জানিয়েছে, বিজ্ঞাপন কার্যক্রম সীমিত করার পেছনে মার্কিন ডলার সংকট ও বিদেশে রেমিট্যান্স পাঠানোয় জটিলতা কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এইচটিটিপুল বাংলাদেশ লিমিডেটের পরিচালক সানি নাগপাল স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশে মেটার পরিষেবা সামরিকভাবে পাওয়া যাবে না বা সীমিত হয়ে যাবে। ডলার সংকট ও বিদেশে অর্থ পাঠানো নিয়ে জটিলতার কারণে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে চিঠিতে বলা হয়েছে।

এ দিকে, এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের গ্রাহকরা ফেসবুকে বিজ্ঞাপন দিতে সমস্যায় পড়বেন। বিশেষ করে এফ-কমার্স হিসেবে পরিচিত ফেসবুকনির্ভর ব্যবসা প্রতিষ্ঠানগুলোর বিজ্ঞাপন কার্যক্রম সীমিত হয়ে যেতে পারে।

যুগধারা ডট টিভি/অন্তু