স্টাফ রিপোর্টার : বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের টাঙ্গাইল জেলা শাখার নতুন কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ ডিসেম্বর, শনিবার জেলা শহরের পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের টাঙ্গাইল জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির প্রেসিডিয়ামের সদস্য এ কে এম আব্দুল আওয়াল। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন কেন্দ্রীয় বাকশিস নেতা মিজানুর রহমান আখুন্দ, জেলা বাকশিস সাধারণ সম্পাদক আব্দুল লতিফ মন্ডল, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার সভাপতি আব্দুল আলীম, বাংলাদেশ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার নেতা আব্দুল কাদের প্রমুখ। সভায় বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের টাঙ্গাইল জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট এবং বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির টাঙ্গাইল জেলা শাখার ৫১ সদস্য বিশিষ্ট কমিটির সদস্যদের পরিচয় করিয়ে দেওয়া হয়।
উল্লেখ্য, তিন মাস পূর্বে মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ কলেজে বর্ণাঢ্য সম্মেলনের মাধ্যমে টাঙ্গাইল জেলা শাখার কমিটি ঘোষণা করেন বাংলাদেশ শিক্ষক কর্মচারী ঐক্যজোটের কেন্দ্রীয় কমিটির সভাপতি সেলিম ভূঁইয়া। সভায় সদস্যপ্রতি ত্রৈমাসিক৩০০(তিনশত)টাকা করে চাঁদা নির্ধারন করা হয় এবং পিকনিকে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।